ভারতে পড়াশোনা করেছেন বালেন্দ্র শাহ, নেপালের হবু প্রধানমন্ত্রীর এই অতীত সবারই অজানা

Published:

Nepal Balendra Shah probable next pm unknown story
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাত: নেপালের ছাত্র যুবদের GenZ বিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পাশাপাশি দেশ ছেড়ে পালিয়েছেন কেপি শর্মা ওলি। তাঁর দেশত্যাগের পরই বারংবার শিরোনামে উঠে আসছে নেপালের বছর 35 এর নেতা তথা কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের নাম (Nepal Balendra Shah)। পড়শি দেশের তরুণ তুর্কি থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা চাইছেন বালেনই নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হোক। কিন্তু এই জনপ্রিয় নেপালি নেতা তথা র‍্যাপারের কিছু অতীত জানেন না অনেকেই। আজকের প্রতিবেদনে রইল সেই সব তথ্য।

ভারতের সাথে বালেন্দ্রর যোগ

35 বছর বয়সী তরুণ নেপালি নেতা তথা এক সময়ের পরিচিত র‍্যাপার বালেন্দ্র শাহ আজ কাঠমান্ডুর মেয়র। তবে অনেকেই হয়তো জানেন না, কোনও রাজনৈতিক দলের রঙ গায়ে না লাগিয়েই একক নির্দল হিসেবে 2022 সালে কাঠমান্ডুর মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।

এরপর থেকে সাধারণ মানুষের হয়ে কথা বলতে শুরু করেন বালেন। প্রায়শই তাঁর গলায় উঠে আসতো তরুণদের গুনগান। মূলত সে কারণেই ধীরে ধীরে নেপালের যুবসমাজের মধ্যে জনপ্রিয় হতে শুরু করেন বালেন্দ্র। মাঝেমধ্যেই নিজের জ্বালাময়ী ভাষণে নেপালের তরুণ তুর্কি সমাজকে উদ্বুদ্ধ করতেন তিনি। রাজনীতিবিদদের সন্তানদের জীবনযাত্রার বিরুদ্ধে গিয়ে সোশ্যাল মিডিয়ায় এক নতুন ট্রেন্ড শুরু করেছিলেন এই বালেন।

জানা যায়, দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো সংবাদমাধ্যম তরুণ নেপালি নেতার বিভিন্ন কর্মকাণ্ডকে কভার করেছে। শুধু তাই নয়, পৃথিবীর 100 জন জনপ্রিয় ব্যক্তিদের তালিকায় নাম তুলেছিলেন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এবং শখের র‍্যাপার বালেন্দ্রর। বলা বাহুল্য, নেপালের তরুণ সমাজ যাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখছে সেই বালেনের সাথে যোগ রয়েছে ভারতেরও।

অবশ্যই পড়ুন: এশিয়া কাপে নামার আগেই নকভির সাথে হাত মিলিয়ে বিতর্কে সূর্যকুমার যাদব!

নেপাল নিউজের রিপোর্ট অনুযায়ী, দেশটির জনপ্রিয় নেতা বালেন ভারতের কর্নাটকের বিশ্বেশ্বরায় টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। পরবর্তীতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও অর্জন করেন তিনি। ভারতে পড়াশোনা শেষ করে বালেন গিয়েছিলেন নিজের দেশ নেপালে। এরপর সেখানে গিয়ে শখের বসে শুরু করেছিলেন র‍্যাপ সং। সেই থেকে হিপ হপ র‍্যাপ দিয়েও মানুষের মনে সাড়া ফেলেছিলেন বালেন। জানা যায়, রাজনীতিতে যোগ দিয়ে কাঠমাণ্ডুর মেয়র হওয়ার পর ভারতের প্রতি ক্ষিপ্ত হয়েছিলেন নেপালের এই জনপ্রিয় নেতা।

2023 সালেন জুন মাস নাগাদ, কাঠমান্ডুতে ভারতীয় সিনেমা আদিপুরুষের প্রদর্শন নিষিদ্ধ করে দেন বালেন্দ্র। জানা যায়, ছবিটির একটি সংলাপ তার পছন্দ হয়নি। মূলত সে কারণেই সিনেমাটির বিরোধিতা করে কাঠমান্ডুতে ওই ছবির প্রদর্শন নিষিদ্ধ করেন তিনি। আর এরপর থেকেই জাতীয় স্তরে নজর কাড়েন বালেন। এবার তাঁকেই কেপি ওলির উত্তরসূরী হিসেবে দেখতে চাইছে নেপালের জনগণ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join