মাত্র ১০০ টাকায় রোমানায়িকে ১৮টি F-16 যুদ্ধবিমান দিল নেদারল্যান্ডস, কেঁপে উঠল গোটা বিশ্ব!

Published:

Netherlands gives 18 F-16 fighter jets to Romania for just 100 rupees
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এমন চুক্তি এর আগে হয়তো দেখেনি কেউই। বিশ্ব রাজনীতিতে বিরল, রোমানিয়ার সাথে এমনই এক প্রতিরক্ষা চুক্তি সারল নেদারল্যান্ডস। জানলে অবাক হবেন, বন্ধুত্বের বার্তা ও NATO-র প্রতিরক্ষা কৌশলের দুর্ধর্ষ চাল হিসেবে এবার রোমানিয়াকে মাত্র 100 টাকার বিনিময়ে 18টি F-16 যুদ্ধবিমান (F-16 Fighter Jets) তুলে দিল নেদারল্যান্ডস। হ্যাঁ, মাত্র 1 ইউরো দিয়েই বন্ধুর কাছ থেকে এক দুই নয়, একেবারে 18টি F-16 যুদ্ধবিমান কিনেছে রোমানিয়া।

হঠাৎ কেন এমন চুক্তি নেদারল্যান্ডসের?

বহু বিশেষজ্ঞের দাবি, মূলত বিশ্ব রাজনীতিতে চমক দিতেই এমন পদক্ষেপ নিয়েছে নেদারল্যান্ডস। আসলে মাত্র 1 ইউরো অর্থাৎ 100 টাকার বিনিময়ে রোমানিয়াকে শক্তিশালী যুদ্ধ বিমানগুলি হস্তান্তর করার মধ্যে দিয়ে NATO সদস্য দেশ হিসেবে বিরাট চাল চেলেছে নেদারল্যান্ডস। যার জেরে এবার রোমানিয়া পরিণত হল গুরুত্বপূর্ণ এয়ার ট্রেনিং ও প্রতিরক্ষা কেন্দ্রে।

বিশ্লেষকদের দাবি, নেদারল্যান্ডসের এমন অদ্ভুত পদক্ষেপ গোটা বিশ্বে NATO ও ইউরোপীয় প্রতিরক্ষার সমীকরণই বদলে দেবে। বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, রোমানিয়াকে মাত্র 1 ইউরোতে 18টি F-16 যুদ্ধবিমান দিয়ে আসলে কোনও রকম সাহায্য করেনি নেদারল্যান্ডস, বরং এই প্রক্রিয়ার মাধ্যমে কৌশলগত প্রতিরক্ষা কূটনীতির মাস্টার্সস্ট্রোক খেলেছে দেশটি। তাহলে কি রাশিয়ার মতো দেশকে বার্তা দিল নেদারল্যান্ডস? উঠছে নানান প্রশ্ন।

অবশ্যই পড়ুন: ১০,৬৫,০০,০০০ টাকা দিতে হবে BCCI-কে! হাইকোর্টে ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টে ললিত মোদি

শক্তি বৃদ্ধি হল রোমানিয়ার

সম্প্রতি নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগেতে, রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইওনুট মোস্তেনেউ ও প্রেসিডেন্ট নিকুসর দান বন্ধু দেশের সাথে 18টি যুদ্ধবিমানের চুক্তিতে স্বাক্ষর করেন। আর এই চুক্তির পরই বর্তমানে রোমানিয়ার যুদ্ধবিমানের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 70 এ। কাজেই বলা যায়, NATO সহ ইউরোপীয় দেশগুলিকে বড় বার্তা দিতে নেদারল্যান্ডসের কূটনৈতিক চাল রোমানিয়ার ক্ষমতা অনেকটাই বাড়াল। অনেকেই বলছেন, এমন পদক্ষেপের মধ্য দিয়ে রাশিয়ার উদ্দেশ্যে কৌশলগত বার্তা দিয়েছে নেদারল্যান্ডস।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join