ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর ডেডলাইন দিলেন তারেক

Published:

Updated:

Bangladesh
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ওপার বাংলার (Bangladesh) রাজনীতিতে এমনিতেই হাওয়া গরম। আর তার মধ্যে একটাই প্রশ্ন উঠছে, ডিসেম্বরে কি আদৌ নির্বাচন হবে? আর এই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছে এবার নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহম্মদ ইউনূস! দেশ বিদেশের চাপে পড়ে তিনি আর কতদিন টিকতে পারবেন? সে নিয়েই চলছে জোর জল্পনা।

প্রসঙ্গত, 2024-এর আগস্ট মাসে হাসিনা জামানার শেষে ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। আর তখন দেশজুড়ে কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছিল। তবে দীর্ঘ 10 মাস কেটে যাওয়া সত্ত্বেও নির্বাচনের কোনও দিনক্ষণ ঘোষণা হয়নি। আর এখান থেকে শুরু হচ্ছে চাপ।

এমনকি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এবার সরাসরি ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করার ডেডলাইন জারি করে দিয়েছেন। পাশাপাশি বিএনপিও রাজপথ থেকে ভার্চুয়াল সভা, সমস্ত জায়গায় চাপ বাড়িয়ে চলেছে। 

তারেক রহমানের হুঁশিয়ারি

তবে এই রাজনৈতিক আগুনের মধ্যে যেন আরও ঘি ঢালল তারেক রহমান। লন্ডন থেকে এক ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে তারেক রহমান স্পষ্ট হুঁশিয়ারি দিলেন, দিল্লিও না, পিণ্ডিও না, আগে বাংলাদেশ। এমনকি তিনিও জানান, সংস্কার নিয়ে কোনও নামগন্ধ নেই। ওদিকে আড়ালে আড়ালে পাল্টা উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইছে। এই অন্তর্বর্তীকালীন সরকার দশ মাসেও নির্বাচন ঘোষণা করতে পারল না। অথচ, তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই নির্বাচন সফল করতে পেরেছিল।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে আফগানিস্তানের পায়ে পড়ল পাকিস্তান, নয়া চাল ইসলামাবাদের

রোহিঙ্গা করিডর এবং বন্দরের বিদেশী হস্তান্তর নিয়েও বিতর্ক

তবে বিতর্কের অবসান যেন হচ্ছেই না। আরেক বিতর্কের দানা বেঁধেছে দেশে রোহিঙ্গা করিডর নিয়ে। জানা যাচ্ছে, মোহম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দর বিদেশী প্রতিষ্টানের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এমনকি রোহিঙ্গার অনুমতিও নিতে চান না। আর এই সিদ্ধান্তের ফলে একাধিক রাজনৈতিক দল সরব হয়েছে। এতে সরকারের উপর আরও চাপ পড়ছে। 

জানিয়ে রাখি, গতবছর ক্ষমতায় আসার পর ইউনূস বলেছিলেন যে, সংস্কার করা হবে, নির্বাচনও হবে, জনগণের ইচ্ছায় সবকিছু হবে। তবে বাস্তব হচ্ছে ঘন্টা! নেই নির্বাচনের কোনও নামগন্ধ, নেই কোনও রাজনৈতিক ঐক্য। শুধু চারিদিকে দুর্নীতি আর দুর্নীতি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা আর সন্দেহ দিনের পর দিন বাড়ছে। এখন দেখার, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কতদূর গড়ায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join