শ্বেতা মিত্র, কলকাতা: ভারতের পর এবার বাংলাদেশকে (Bangladesh) বিরাট ধাক্কা দিল আমেরিকা। সম্প্রতি আমেরিকায় নতুন করে প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ক্ষমতায় আসার পরেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন তিনি। তবে এবার বাংলাদেশের উদ্দেশ্যে ট্রাম্প যা ঘোষণা করলেন তারপরে মহাবিপাকে পড়তে চলেছে ওপার বাংলা সেটা বলাই বাহুল্য। আসলে বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধের ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর নাকি বাংলাদেশে চলমান সব কাজ আকস্মিকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (USAID)। শনিবার, ২৫ জানুয়ারিতে জারি করা এক চিঠিতে ইউএসএআইডি তার বাস্তবায়নকারী অংশীদারদের দেশে বিদ্যমান সমস্ত চুক্তি, অনুদান এবং সহায়তা কর্মসূচি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে।
ইসরায়েল ও মিশর ছাড়া বিশ্বের বাকি দেশগুলিকে ত্রাণ বিলি করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার। নিঃসন্দেহে বাংলাদেশ সহ অন্যান্য দেশের কাছে আমেরিকার এই সিদ্ধান্ত বিরাট ধাক্কার। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পাঁচ দিনের মাথায় ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিকভাবে এক নির্বাহী আদেশ জারি করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সব কার্যক্রম স্থগিত করেন। ২৫ জানুয়ারি, ২০২৫ তারিখের এক আদেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) তার বাস্তবায়নকারী অংশীদারদের রাষ্ট্রপতি ট্রাম্পের একটি নির্বাহী আদেশের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশে বিদ্যমান সমস্ত চুক্তি, অনুদান এবং সহায়তা কর্মসূচি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে।
চিঠি USAID-র
চিঠিতে ইউএসএআইডি/বাংলাদেশ বাস্তবায়নকারী সকল অংশীদারদের আপনার নিজ নিজ ইউএসএআইডি/বাংলাদেশ যোগাযোগ, কার্য, আদেশ, অনুদান, সমবায় চুক্তি বা অন্য কোনো অধিগ্রহণ বা সহায়তা ইনস্ট্রুমেন্টের অধীনে সম্পাদিত যে কোনো কাজ অবিলম্বে বন্ধ, স্থগিত এবং/স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ১০ বছরে ব্যাঙ্ক থেকে উধাও ১৪ লক্ষ কোটি! RBI-র রিপোর্টে তোলপাড় দেশ
যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকট মোকাবেলায় মানবিক সহায়তায় শীর্ষস্থানীয় অবদানকারী এবং ২০১৭ সাল থেকে প্রায় ২.৪ বিলিয়ন ডলার দিয়েছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ দেশটি ইতিমধ্যে বড় ধরনের আর্থিক সংকটের সঙ্গে লড়াই করছে।