সৌভিক মুখার্জী, কলকাতা: পহেলগাঁও হামলার জবাব দেওয়া শুরু করেছে ভারত। ভারতীয় আর্মি এবার চালিয়েছে অপারেশন সিঁদুর (Operation Sindoor)। আর এই অভিযানের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর জুড়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটি একেবারে গুঁড়িয়ে গিয়েছে। তবে এবার সেই তালিকায় উঠে আসলো আরও এক বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, ভারতের হামলায় মৃত্যু হয়েছে কুখ্যাত জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের 10 জন সদস্য। শুধু তাই নয়, তার ঘনিষ্ঠ 4 সহযোগীও এই অভিযানে নিহত হয়েছেন।
বাহাওয়ালপুরে ধ্বংসের চিহ্ন
পাকিস্তানের 12 তম বৃহত্তম শহর বাহাওয়ালপুর। সূত্রের খবর, এখানেই ছিল জইশ-ই-মহম্মদের মূল ঘাঁটি ‘সুবহানাল্লাহ কমপ্লেক্স’। মঙ্গলবার গভীর রাতে ভারতীয় আর্মির দ্বারা শুরু হওয়া অপারেশনে এই ক্যাম্পেই সবথেকে বড় আঘাত হেনেছে সেনারা।
সূত্রের খবর, বিস্ফোরণে এক্কেবারে ধ্বংস হয়ে গিয়েছে 18 একর জুড়ে ছড়িয়ে থাকা এই বিরাট সন্ত্রাসবাদী প্রশিক্ষণ কেন্দ্র। এমনকি এর মধ্যে ছিল জামিয়া মসজিদ, যা এখন শুধুমাত্র ধ্বংসস্তূপ। ভারতের গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, এই ক্যাম্প ছিল জইশ-ই-মহম্মদের অর্থ সংগ্রহ, জঙ্গিদের প্রশিক্ষণ এবং মগজ ধোলাইয়ের মূল কেন্দ্র।
পতন ঘটল সন্ত্রাসের
বেশ কিছু রিপোর্ট মারফত জানা যাচ্ছে, নিহতদের মধ্যে রয়েছে মাসুদ আজহারের দিদি, জামাই, এক ভাইপো, তার স্ত্রী, এক ভাগ্নি এবং পরিবারের পাঁচজন শিশু সদস্য। এছাড়াও মৃত্যু হয়েছে তার এক দেহরক্ষী, মায়ের পরিচর্যাকারী এবং আরও দুই সহযোগীর।
সেই সূত্র ধরে গোটা বিশ্বের চোখ এখন সন্ত্রাসের দেশের দিকে। কারণ এই প্রথমবার নয়, মাসুদ আজহারের সংগঠন ভারতের উপর বহুবার আক্রমণ করেছে। 2001 এর সংসদ হামলা, 2016 সালের পাঠানকোট হামলা এবং 2019 সালের পুলওয়ালা হামলার মূল চক্রধার ছিলেন মাসুদ আজহার। আর এখন সেই মানুষটি নিজের বাড়িতে নিজের পরিবারের মৃত্যুতে ভেঙে পড়েছেন।
হামলা হয়েছে আরও বহু জায়গায়
বেশ কিছু সূত্রের খবর, বাহাওয়ালপুরের পাশাপাশি মুরিদকেতেও বিরাট হামলা চালিয়েছে ভারতীয় সেনারা। সেখানকার মার্কাজ তইবা ক্যাম্পেও কমপক্ষে 30 জন সন্ত্রাসবাদীর মৃত্যু ঘটেছে। সবমিলিয়ে মঙ্গলবার রাত 1টা 5 মিনিট থেকে 1টা 30 মিনিট পর্যন্ত চলা এই অভিযানে এক ঝটকায় 70 থেকে 80 জন জঙ্গি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই হামলায় কোনওরকম অসামরিক মানুষের ক্ষতি হয়নি। টার্গেট ছিল জঙ্গি ঘাঁটিগুলিকে বিনাশ করা।
আরও পড়ুনঃ কিছুক্ষণেই ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কাল থেকেই পুড়বে দক্ষিণবঙ্গের এসব জেলা
সবথেকে বড় ব্যাপার, অপারেশন সিঁদুরের জেরে মাসুদ আজহারের পরিবারের পাশাপাশি মারা গিয়েছে আব্দুল মালিক মুদাসসিরের মতো ভয়ংকর সব জঙ্গিরাও। সূত্রের খবর, এদের পোশাকি নাম এইচভিটি। আর এরাই লস্কর-ই-তৈবার হাই ভোল্টেজ জঙ্গি হিসেবেই পরিচিত ছিল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |