Indiahood-nabobarsho

ইলিশ তো নয় যেন সোনা! অবিশ্বাস্য দামে বিক্রি হল রুপোলী শস্য

Published on:

সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষাকাল আসছে। আর এই বর্ষাকালে সে এপার হোক ওপার বাংলা, সকলের খাবারের পাতে থাকবে ইলিশ মাছ (Hilsa)। যদিও এপার বাংলার মানুষ চলতি বছরে পদ্মার ইলিশের স্বাদ কতটা পাবেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যতই মাছ আসুক না কেন, পদ্মার ইলিশের স্বাদ ও গন্ধই আলাদা হয়। মাছপ্রেমীদের মধ্যে ইলিশের জনপ্রিয়তা আলাদাই লেভেলের। যাইহোক, বর্ষাকালের আগেই কিন্তু এখন অনেক মৎস্যজীবীর জালে ইলিশ মাছ ধরা দিচ্ছে বৈকি। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। কিন্তু এবার জালে উঠল পদ্মার ইলিশ। আর পদ্মার দুই ইলিশ মাছের দাম যা উঠল তা শুনলে হয়তো আপনারও মাথা ঘুরে যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জালে উঠল পদ্মার ইলিশ

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কত টাকায় পদ্মার দুটি ইলিশ মাছ বিক্রি হল? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। বাংলাদেশের পদ্মার ইলিশকে সোনার মান হিসেবে বিবেচনা করা হয়। পশ্চিমবঙ্গের প্রধান ইলিশ মৌসুম শুরু হয় জুন-জুলাই মাসের দিকে। নামখানা, কাকদ্বীপ এবং ফ্রেজারগঞ্জ থেকে ইলিশ প্রায়শই তাড়াতাড়ি আসে, তাই বাজারের ওপর তীক্ষ্ণ নজর থাকে মাছপ্রেমীদের। এখনও কলকাতা কিংবা বেশ কিছু মাছের বাজারে ইলিশ ঢুকছে, কিন্তু সেগুলির স্বাদ কতটা ভালো হবে তা নিয়ে প্রায়শই উঠছে প্রশ্ন। তবে এসবের মাঝেই পদ্মার দুই ইলিশ বিক্রি হল ১০,৪০০ টাকায়। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।

মাছ বিক্রি হল ১০,৪০০ টাকায়

জানা গিয়েছে, বাংলাদেশের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলত‌দিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে দুই কেজি ৬০০ গ্রাম ওজনের দুটি ইলিশ। এরপর সেটি খোলা বাজারে নিলামে মাছ দুটি ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে। সোমবা দুপুরে দৌলতদিয়ার চরকর্ণেশন এলাকায় মৎস্যজীবী কবির হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। এরপরেই চারিদিকে রীতিমতো হৈচৈ পড়ে যায়। পদ্মার ইলিশ কিনতে ও দেখতে ভিড় জমে যায় বাজারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ এবারের উচ্চ মাধ্যমিকে দুরন্ত সাফল্য! প্রথম বর্ধমানের রুপনারায়ণ, দেখুন মেধাতালিকা

স্থানীয়দের মতে, মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের হালিমের আড়তে নিয়ে আসেন কবির। এরপর সেখানে নিলামে প্রতি কেজি চার হাজার টাকা দরে কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, অনেকদিন পর আড়তে বড় সাইজের ইলিশ এসেছে। পদ্মার বড় সাইজের ইলিশের ব্যাপক চা‌হিদা র‌য়ে‌ছে। সামান্য লাভে মাছ দুটি বিক্রি করে দেবো। যাইহোক, এখন এপার বাংলার মানুষ অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন কবে তাঁদের পাতেও পড়বে পদ্মার ইলিশ সে ব্যাপারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group