আফগানিস্তানের এয়ার ডিফেন্স মেরামতির জন্য টেকনিশিয়ান পাঠিয়েছে ভারত! দাবি পাকিস্তানের

Published:

Pak Journalist On India Said India is helping Afghanistan to repair air defence system-
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত কিছুদিন ধরেই সংঘর্ষে লিপ্ত পাকিস্তান এবং আফগানিস্তান (Pakistan Afghanistan War)। গত বুধবার অস্থায়ী ভিত্তিতে 48 ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল ঠিকই, তবে শুক্রবার সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই গতকাল রাতে ফের হামলা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে।

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, আকাশপথে আফগানিস্তানে জোরালো হামলা চালিয়েছে পশ্চিমের দেশ। তাতে 3 আফগান ক্রিকেটার সহ মোট 8 জনের মৃত্যু হয়েছে। এমতাবস্থায়, আফগানিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতির জন্য কাবুলে একটি কারিগরি দল পাঠিয়েছে ভারত, এমনটাই দাবি করছেন পাকিস্তানি সাংবাদিক জাবেদ চৌধুরী (Pak Journalist On India)। যদিও এর আগে প্রথম এই দাবি করেছিল আফগান মিডিয়া।

ভারতকে নিয়ে বড় দাবি পাক সাংবাদিকের

রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি পাকিস্তানের সিনিয়র সাংবাদিক জাভেদ চৌধুরী অভিযোগ করেছেন, ভারত আফগানিস্তানকে অস্ত্র মেরামত করতে এবং পাকিস্তান বিমান বাহিনীর বিমানগুলিকে লক্ষ্য করে হামলা চালাতে সাহায্য করছে। ওই পাকিস্তানি সাংবাদিক একটি প্রতিবেদনে দাবি করেছেন, ‘ভারত আফগানিস্তানকে রাশিয়া এবং আমেরিকার ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম পুনরায় সক্রিয় করতে সাহায্য করছে।’

ওই পাক সাংবাদিক এও বলেন, ‘রাশিয়া এবং আমেরিকার তরফে পাওয়া পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে পুনরায় সক্রিয় করতে এবং তালিবান বাহিনীকে প্রশিক্ষণ দিতে একদল প্রযুক্তিবিদকে কাবুলে পাঠিয়েছে নয়া দিল্লি।’ যদিও নবভারত টাইমসের রিপোর্ট বলছে, ভারতীয় প্রযুক্তিবিদদের আফগানিস্তানে যাওয়ার বিষয়টি প্রথম উত্থাপিত হয়েছিল আফগান মিডিয়ায়!

পাকিস্তানের ওই অভিজ্ঞ সাংবাদিকের অভিযোগ, ‘ভারতের এই সহযোগিতা শুধুমাত্র আফগানিস্তানের রাশিয়া এবং আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেমগুলি পুনরায় সক্রিয় করার জন্য নয়। সেই সাথে আফগান বাহিনীকে সম্পূর্ণরূপে প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় প্রতিরোধ গড়ে তোলাও।’ তাঁর সংযোজন, ‘আফগানিস্তান বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাথে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে।’ যদিও পাক সাংবাদিকের এমন দাবির পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারত।

অবশ্যই পড়ুন: শ্রীলঙ্কাকে উড়িয়ে মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সেকেন্ড গার্ল দক্ষিণ আফ্রিকা, কততে ভারত?

কী এই MANPADS?

অনেকেই হয়তো জানেন, তালিবান সরকারের আমলে আফগানিস্তানে এখনও বহু পুরনো সোভিয়েত যুগের SA 7 গ্রেইল ক্ষেপণাস্ত্র এবং 1980-র দশকের আমেরিকান স্টিংগার MANPADS এর উপরেই নির্ভরশীল। যেগুলি বহু যুগ ধরে ব্যবহার করে না কোনও দেশ! বলা বাহুল্য, আফগানিস্তানের হাতে থাকা পুরনো আমেরিকান MANPADS বা ম্যান-পোর্টেবল এয়ার-ডিফেন্স সিস্টেম মূলত কাঁধে চালিত একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। বিস্তারিতভাবে বলতে গেলে, একজন সৈনিক এই ক্ষেপণাস্ত্রটিকে কাঁধে চাপিয়ে ব্যবহার করে থাকেন। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে কম দূরত্বের বিমান, হেলিকপ্টার কিংবা ছোট ড্রোন ধ্বংস করা যায়। এছাড়াও এই পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম লেজার প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join