ফের আফগানিস্থানে এয়ারস্ট্রাইক পাকিস্তানের! আহত একাধিক, নিহত ৪ পাক সেনাও

Published:

Pakistan Airstrike on Afghanistan
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক নয়া রূপ নিচ্ছে। সীমান্তে উত্তেজনা যেন কিছুতেই থামছে না। এরই মধ্যে ফের আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান (Pakistan Airstrike on Afghanistan)। আফগানিস্তানের তরফ থেকে জানানো হয়েছে, পাকিস্তান আজ সকালে কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক শহরেই এয়ারস্ট্রাইক চালিয়েছে। এমনকি তালিবানরা দাবি করছে, সংঘর্ষের সময় চারজন পাকিস্তানি সেনা খতম হয়েছে আর চারজন আহত।

আফগানিস্তানে এয়ারস্ট্রাইক পাকিস্তানের

তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করছেন, পাকিস্তানের হামলায় ১২ জন আফগানিস্তানি নিহত হয়েছে। এমনকি ১০০ জনের বেশি আহত। পাকিস্তান হামলা চালানোর পর আফগান বাহিনীও পাল্টা জবাব দেয়। আর পাল্টা হামলায় বেশ কয়েকজন পাকিস্তানে সেনা খতম হয়েছে। এমনকি পাকিস্তানের একাধিক পোস্ট ও সরঞ্জাম আফগান বাহিনী দখল করে নিয়েছে। তাদের বেশিরভাগ সামরিক ঘাঁটিগুলিকেও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এমনকি মুজাহিদ একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তালিবানদের দখল করা একটি পাকিস্তানের ট্যাঙ্ক রাস্তায় চালানো হচ্ছে। আর পাকিস্তান চমন সীমান্ত ক্রসিংয়ের কাছাকাছি আফগানিস্তানের অন্তত তিনটি পোস্টেও আঘাত করা হয়েছে। এমনকি ড্রোন ও আকাশপথে হামলা চালানো হচ্ছে বলে রিপোর্ট মারফৎ খবর।

বৃহস্পতিবার রাতেও হয়েছিল বিস্ফোরণ

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কাবুলে একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটেছিল। আফগানিস্তানের তালিবান সরকার তখন দাবি করেছিল যে, পাকিস্তানের যুদ্ধ বিমান আকাশ সীমা লংঘন করেছিল। সে কারণেই তারা হামলা করতে বাধ্য হয়। এমনকি পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তবর্তী পাটিকা প্রদেশেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর।

আরও পড়ুনঃ বিজয়ের প্রতীক! আটক পাকিস্তানি সেনাদের প্যান্ট, বন্দুক ঝুলিয়ে উৎসব তালিবানের

এদিকে গত শনিবার রাতে ডুরান্ড লাইনে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই হয়। কাবুলে পাকিস্তানি হামলার প্রতিশোধ নিতে ওই দিন রাতে পাল্টা আক্রমণ করেছিল পাকিস্তান। রবিবার তালিবানের মুখপাত্রে জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছিল, সেই সংঘর্ষ ৫৮ জন পাক সেনার প্রাণ গিয়েছে। এমনকি ৩০ জনের বেশি আহত হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, এই বিজয় উল্লাশে তালিবানরা আটক পাকিস্তানি সেনাদের প্যান্ট আর বন্দুক ঝুলিয়ে শহরের মাঝে উৎসবে মাতেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join