উইং কমান্ডার অভিনন্দনকে আটক করা পাক আর্মি অফিসারকে নিকেশ করল তালিবানরা

Published:

Pakistan Army officer Killed who arrested Wing Commander Abhinandan Varthaman
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময়টা খুব একটা পুরনো নয়। 2019 সালে পাকিস্তানের মদতে ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলার পর পশ্চিমের দেশে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। আর সেই অভিযানে দায়িত্ব পড়েছিল ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ওপর। যদিও সফলভাবে পাকিস্তানের মাটিতে ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের পর ওদেশে আটকে পড়েন উইং কমান্ডার অভিনন্দন।

সেবছর ভারতের এই বীর যোদ্ধাকে পাকিস্তানি সেনার যে SSG অফিসার আটক করেছিলেন এবার সেই মেজর মইজ আব্বাসের মৃত্যু হল (Pakistan Army Officer Killed) ওয়াজিরিস্তানে। হ্যাঁ, পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণ ওয়াজিরিস্তানে পাক তালিবানদের সাথে ব্যাপক সংঘর্ষে মৃত্যুবরণ করেন অভিনন্দনকে আটক করা পাকিস্তানি সেনার মেজর।

পাক তালিবানের সাথে সংঘর্ষেই প্রাণ গেল আব্বাসের

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল দক্ষিণ ওয়াজিরিস্তানে পুরোপুরি নিষিদ্ধ সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক গুলির লড়াইয়ে শেষ পর্যন্ত মৃত্যু হয় পাক সেনার বড় অফিসার আব্বাসের। পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ওয়াজিরিস্তানের টিটিপি জঙ্গিদের খোঁজে অভিযান চালায় পাক সেনার একটি সদস্য দল।

এদিন সেই দলেরই অংশ ছিলেন মেজর আব্বাস শাহ। এরপর জঙ্গিদের দেখতেই গুলি চালাতে শুরু করে পাক সেনা। ওপার থেকেও সন্ত্রাসীদের তরফে ছুটে আসে একের পর এক বুলেট। শেষ পর্যন্ত পাকিস্তানি তালেবানদের সাথে দীর্ঘক্ষণের গুলির লড়াইয়ে মৃত্যু হয় পাক সেনাবাহিনীর অন্যতম বড় অফিসার মেজর মইজ আব্বাস শাহের। শুধু তাই নয়, আব্বাসের সঙ্গী হিসেবে থাকা ল্যান্স নায়েক জিবরানুল্লাহকেও হত্যা করেছে পাক তালিবানরা।

অবশ্যই পড়ুন: ইডেন কোনও পাবলিক প্লেস নয়, ১৯৯৬ বিশ্বকাপের কর মামলায় বড় রায় হাইকোর্টের

উল্লেখ্য, 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় সেনা কনভয়ে পুরোপুরি পাক মদতে ভয়ানক হামলা চালায় পাকিস্তানের জৈইশ ই মহম্মদের জঙ্গিরা। যার জেরে মৃত্যু হয় 40 জন ভারতীয় সেনা জাওয়ানের। আর এর পরই 26 ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটের জঙ্গি শিবিরে একের পর এক এয়ারস্ট্রাইক চালায় ভারত।

পরবর্তীতে পাক বায়ু সেনা ভারতের আকাশসীমায় ঢুকলে একেবারে যোগ্য জবাব দেয় ইন্ডিয়ান এয়ার ফোর্স। আর ঠিক সেই সময়ে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান ধাওয়া করতে গিয়ে ভুলবশত আকাশ সীমা লঙ্ঘন করে ফেলেন ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন। আর সেই সময়েই বর্তমানের মিগ-21 বিমানটিকে গুলি করে নামিয়ে আনে পাকিস্তান। যার ফলে যথেষ্ট আহত হলেও প্রাণে বেঁধেছিলেন বর্তমান। এরপরই তাঁকে আটক করে পাক সেনা। তবে সেই কাজে যার হাত সবচেয়ে বেশি এগিয়েছিল তিনি আপাতত স্বর্গগত হয়েছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join