বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবার প্রতারিত হলেন পাকিস্তানে (Pakistan)! জানা যাচ্ছে, স্পেস এক্স ও টেসলার মূল কর্ণধারের সাথে নাকি বেইমানি করেছে পাক সরকার! সূত্রের খবর, গোটা বিশ্বে জনপ্রিয় মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিংককে দেশে প্রবেশের অস্থায়ী অনুমতি দিলেও এবার মাস্ককে পাকা লাইসেন্স দিতে অস্বীকার করল শেহবজারে সরকার।
পাকিস্তানে স্টারলিংকের যাত্রা
চলতি বছরের মার্চ মাসে পাকিস্তান সরকার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তথা ইলন মাস্ক সংস্থা স্টারলিংককে দেশে কাজ করার জন্য অস্থায়ী অনুমতি দেয়। সেই মতো দ্রুত পাকিস্তানে নিজেদের শক্তি বাড়াচ্ছিল স্টারলিংক। এমতাবস্থায়, মাস্কের আশা ছিল আগামী দিনে পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চল গুলিতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা উন্নত করা হলে, শীঘ্রই পাকা লাইসেন্স পেয়ে যাবেন তিনি। তবে আপাতত সেই স্বপ্ন পূরণ হচ্ছে না ধনকুবেরের।
পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেশে স্টারলিংকের স্থায়ী নিবন্ধন না হওয়া পর্যন্ত পাকাপাকিভাবে ইলন মাস্ক সংস্থাকে কোনও রকম লাইসেন্স দিতে রাজি নয় পাকিস্তান সরকার। সূত্রের খবর, ইলন মাস্ক সংস্থা নাকি বেশ কয়েকটি প্রযুক্তিক পরীক্ষা সহ নিরাপত্তার ক্ষেত্রে এখনও উত্তীর্ণ হতে পারেনি। আর সেই সব কারণ দেখেই, আপাতত স্টারলিংক পাকিস্থানে চালু করা যাবে না বলেই জানানো হচ্ছে। বেশ কয়েকটি সূত্র বলছে, পাকিস্তানের সরকার মাস্ককে লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও বিশ্বাসঘাতকতা করল।
নাটক করছিল পাকিস্তান?
প্রথমদিকে একেবারে এক কথায় মাস্ক সংস্থা স্টারলিংককে অস্থায়ী অনুমোদন দিয়ে দেয় পাক সরকার। যা দেখে কার্যত মনে হয়েছিল প্রযুক্তিগত ক্ষেত্রে অন্যান্য দেশের সাথে পাল্লা দিতে চাইছে পাকিস্তান। সেজন্যই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করে দেশের নাগরিকদের উন্নত ইন্টারনেট পরিষেবার সুবিধা পাইয়ে দিতে চাইছে পাক সরকার। তবে আচমকা নিরাপত্তা এবং নিয়মের প্রশ্ন তুলে স্টারলিংক বন্ধ করার পথে হাঁটল পাকিস্তান। যা দেখে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, খুব সম্ভবত বিদেশি কোম্পানি গুলির ওপর চাপ তৈরি অথবা রাজনৈতিক ভাবে কুচুটে খেল দেখালো পাকিস্তান।
অবশ্যই পড়ুন: UPI অতীত, ১০ মে থেকে ক্যাশ ছাড়া আর মিলবে না পেট্রোল, ডিজেল! নয়া নিয়ম
আগেও পাকিস্তানে প্রতারিত হয়েছেন মাস্ক
জানিয়ে রাখি, পাকিস্তানের তরফে এমন প্রতারণা এটাই প্রথম নয়। এর আগে, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তথা মাস্কের মালিকানাধীন X প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে দেয় পাকিস্তান। সে দেশের তরফে X হ্যান্ডেলের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি ও কারচুপির অভিযোগ তোলা হয়। সূত্রের খবর, মাস্ক সংস্থার সাথে প্রতারণার পরও পাক সরকার ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে X হ্যান্ডেল চালাচ্ছে। যা নিয়ে গত মাসেই পাক সরকারকে হাইকোর্টের ব্যাপক তিরস্কারের মুখে পড়তে হয়েছিল।