পুলওয়ামা ধাঁচে সেনার কনভয়ে হামলা! ভয়ে সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কর্মকাণ্ডের ফল ভোগ করছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়ারিজিস্থানে একেবারে পুলওয়ামা জঙ্গি হামলার ধাঁচে পাক সেনাবাহিনীর কনভয়ের ওপর জোরালো আক্রমণ শানায় সন্ত্রাসীরা। ঠিক 6 বছর আগে পাকিস্তানের মদতে যে হামলায় প্রাণ গিয়েছিল 40 জন ভারতীয় জওয়ানের, সম্প্রতি সেই একই পদ্ধতি অবলম্বন করে পাকিস্তান সেনাবাহিনীর কনভয়ের ওপর দাঁতভাঙা হামলা চালিয়েছে দুষ্কৃতীরা।

একেবারে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সেনা কনভয়ের ওপর চাপিয়ে দিয়ে ঘটানো হয় বিস্ফোরণ। যাতে ইতিমধ্যেই 16 জনেরও বেশি পাক সেনার মৃত্যু হয়েছে। এমতাবস্থায়, ফের হামলার ভয়ে কাঁপছে পাকিস্তান। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার আফগানিস্তানের সাথে গোলাম খান সীমান্ত পোস্ট (Pakistan-Afghanistan Ghulam Khan Border) সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পাক সরকার। কেননা, পাকিস্তানের চিন্তার কারণ এখন নিরাপত্তা।

অবশ্যই পড়ুন: অ্যাথলেটিক্স ছেড়ে ক্রিকেট, সুযোগ হয়নি টিম ইন্ডিয়ায়! তাঁকেই দলে নিল KKR ফ্রাঞ্চাইজি

উত্তর ওয়াজিরিস্তানে জারি হয়েছে কারফিউ

পাকিস্তানের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, পাক সেনার ওপর হামলার পর উত্তর ওয়াজিরিস্তানে কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আফগানিস্তান-পাকিস্তান গোলাম খান সীমান্ত। যদিও এ প্রসঙ্গে আফগানিস্তান সীমান্ত বাহিনীর অন্তর্বর্তী মুখপাত্র আব্দুল্লাহ ফারুকী জানান, পাক সেনার তরফে সীমান্ত বন্ধের কোনও কারণ জানানো হয়নি। সূত্রের খবর, পাকিস্তান সরকারের তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই সীমান্ত বন্ধই থাকবে বলে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥