Indiahood-nabobarsho

৬০০ বিলিয়ন ডলার …! ভারতের বিরোধিতা করতে গিয়ে ভুল তথ্য দিয়ে হাসির খোরাক শেহবাজ

Published on:

Pakistan has lost $600 billion in fighting terrorism! Pak PM makes headlines with false information

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সন্ত্রাসবাদকে রুখতে 600 বিলিয়ন ডলারের ক্ষতি বয়ে বেড়াচ্ছে পাকিস্তান (Pakistan)! সম্প্রতি পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমিতে বক্তব্য রাখতে গিয়ে এমন বাক্য উচ্চারণ করে একেবারে উপহাসের খোরাক হয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সিন্ধু জল বন্টন চুক্তি বাতিলের পরিপ্রেক্ষিতে কথা বলতে গিয়ে ভারত বিরোধী সুর তুলেই সন্ত্রাসবাদ নিয়ে এমন বক্তব্য রাখেন শরীফ। আর এরপর থেকেই নিজের দেশের নাগরিকদের কাছেই উপহাসের পাত্র হয়ে উঠেছেন পাকিস্তানের এই প্রধান।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঠিক কী বলেছিলেন পাক প্রধানমন্ত্রী?

সম্প্রতি পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমির পাসিং আউট প্যারেডে বক্তব্য রাখতে গিয়ে ভারতের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে মুখ খোলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ। তাঁর বক্তব্য ছিল, ভারত যদি পাকাপাকিভাবে পাকিস্তানে জল দেওয়া বন্ধ করে দেয়, সেক্ষেত্রে সর্বশক্তি দিয়ে তার জবাব দেবে পাকিস্তান। মূলত পহেলগাঁও হামলার নেপথ্যে পাকিস্তানের ভূমিকা অস্বীকার করে শরীফ জানিয়েছিলেন, ভারত কোনও রকম বিশ্বাসযোগ্য তথ্য দিতে পারছে না। কোনও রিপোর্ট ছাড়াই তারা পাকিস্তানকে দোষারোপ করছে।

এদেশকে সন্ত্রাসবাদের অন্যতম আখড়া বলে অভিহিত করছে প্রতিবেশী ভারত। আর এই কথা বলতে গিয়েই একেবারে ভুল তথ্য দিয়ে ফেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শেজবাজ বলেছিলেন, বিশ্বে এমন কোন দেশ আছে যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে 600 বিলিয়ন ডলারের ক্ষতি করেছে? আসলে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করতে গিয়ে 600 বিলিয়ন ডলার ক্ষতির কথা একেবারে সগর্বে বলেন পাক প্রধানমন্ত্রী।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আর এর পরই আসল তথ্য প্রকাশ্যে আসতেই নাক কাটা গিয়েছে তাঁর! বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, পশ্চিম দিকের প্রতিবেশী প্রধান শেহবাজ যে তথ্য দিয়েছেন তা অনুযায়ী, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে 600 বিলিয়ন ডলারের ক্ষতি করেছে! বাস্তবতা হল, পাকিস্তানের মোট জিডিপি মাত্র 337 বিলিয়ন ডলার। অর্থাৎ হিসেব বলে, পাকিস্তান তার জিডিপির থেকেও বেশি ক্ষতির মুখে। ফলত, একেবারে বেফাঁস মন্তব্যের কারণে নেট নাগরিকদের কাছ থেকে চাঁঁচাছোলা জবাব পাচ্ছেন পাক প্রধান।

নেট নাগরিকদের প্রতিক্রিয়া

পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের 600 বিলিয়ন ডলারের বক্তব্য নিয়ে একেবারে হাসির রোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে পাক প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকেই লিখছেন, উনি এক বিলিয়নে কতগুলো শূন্য হয় তা জানেন? কেউ কেউ আবার লিখছেন, ভারত জবাব দেওয়ায় একেবারে সব বুদ্ধি গুলে খেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী! সব মিলিয়ে, সর্বসমক্ষে ভুয়ো তথ্য দিয়ে একেবারে বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী!

অবশ্যই পড়ুন: থরেথরে দাঁড়িয়ে যুদ্ধ জাহাজ! পাকিস্তানকে ভয় ধরানো বার্তা ভারতীয় নৌসেনার

উল্লেখ্য, স্বদেশী মিলিটারি অ্যাকাডেমিতে 600 বিলিয়ন ডলারের ভুল তথ্য দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে বক্তৃতাকালীন সময়ে শেহবাজ শরীফ জানিয়েছিলেন, পাকিস্তানের থেকে বেশি বিশ্বের কোন দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ত্যাগ স্বীকার করেছে? পাকিস্তানের চেয়ে বেশি কোন দেশ অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে? এদিন সেদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে 90 হাজার পাকিস্তানি প্রাণ দিয়েছেন। এ কাজ কি অন্যরা করবে?

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group