সৌভিক মুখার্জী, কলকাতা: এমনিতেই ভারত-পাকিস্তান (India Pakistan War Breaking News) সীমান্তে উত্তেজনা বাড়ছে। আর তার মধ্যেই এক টুইটে তোলপাড় আন্তর্জাতিক মহল। সম্প্রতি পাকিস্তানের অর্থনৈতিক দপ্তর একটি অফিসিয়াল টুইটার পোস্টে জানিয়েছে, শত্রুদের দ্বারা ব্যাপক ক্ষতির পর পাকিস্তান এবার আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে ঋণ নিচ্ছে এবং সাহায্যের জন্য হাত পাতছে। কার্যত ভিক্ষা করতে হচ্ছে পাকিস্তানকে!
আর এই পোস্টটি রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে পাকিস্তানকে। একদিকে ভারতের সঙ্গে সংঘাত, অন্যদিকে অর্থনৈতিক দুরাবস্থা। আর এই দুইয়ের চাপে একেবারে কোনঠাসা অবস্থা সন্ত্রাসের দেশের। হ্যাঁ, কার্যত বাটি হাতে ভিক্ষা চাওয়ার মত অবস্থা হয়েছে ইসলামাবাদের।
ভারত-পাকিস্তান সংকটের আবহ
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জন্মু ও পাঞ্জাব সীমান্ত বরাবর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। কিন্তু ভারতের শক্তিশালী S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেইসব ক্ষেপণাস্ত্রকে আকাশেই দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। পালটা হামলায় পাকিস্তানে একাধিক F-16 ও JF-17 যুদ্ধবিমান পাঠিয়েছিল। কিন্তু সেগুলোকেও কার্যত গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এমনকি ড্রোন হামলার চেষ্টাও ব্যর্থ হয়েছে।
আর্থিক দুরাবস্থায় পাকিস্তান
পাকিস্তানের অর্থনীতি গত কয়েক বছর ধরেই বিপর্যস্তের মুখে। 2022-23 সালের আর্থিক সমীক্ষা অনুযায়ী, দেশের জিডিপির হার 22.7% নির্ভর করে কৃষির উপর। আর সেই কৃষিক্ষেত্রেই এখন পড়ছে বাড়তি চাপ। কারণ ভারত ইতিমধ্যেই সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করে দিয়েছে। আর এর প্রভাব সরাসরি পড়বে পাকিস্তানের কৃষিভিত্তিক অঞ্চলগুলিতে।
যদিও পাকিস্তানের এই অর্থনৈতিক টানাটানি নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার সাহায্যের জন্য হাত পেতেছিল পাকিস্তান। গত বছর আইএমএফ থেকেও 300 কোটি ডলার ঋণ নিতে হয়েছিল এই সন্ত্রাসের দেশকে। তহবিলের শূন্যতা, বিদেশী মুদ্রার তলানিতে ঠেকা, সবকিছু মিলিয়ে পাকিস্তানের অবস্থা একেবারে টালমাটাল।
আরও পড়ুনঃ এক হামলাতেই ঘায়েল পাকিস্তান! ঘরে ঢুকে পাকিস্তানি পোস্টকে গুঁড়িয়ে দিল ইন্ডিয়ান আর্মি
পাকিস্তান কি ভারতের সঙ্গে পারবে টক্কর দিতে?
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, বর্তমানে পাকিস্তানের যা আর্থ সামাজিক অবস্থা, তাতে ভারতের মতো শক্তিশালী দেশের সঙ্গে কোনদিনও পেরে উঠবে না। প্রতিপক্ষের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়া মানে তাঁদের নিজের পায়েই নিজে কুড়ুল মারার মতো অবস্থা। এখন দেখার, ভারত-পাকিস্তানের এই যুদ্ধকালীন পরিস্থিতি ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়।