ঋণে জর্জরিত, জুটছে না খাবার! তবুও সেনার পিছনে বিরাট খরচ করবে পাকিস্তান, বাজেটে বড় ঘোষণা

Published on:

Pakistan increases defense budget by 20 percent amid fears of India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঋণের দায়ে জর্জরিত পাকিস্তান (Pakistan)। বিগত বছরগুলির তুলনায় বহুগুণ বেড়েছে ঋণের বোঝা। সম্প্রতি পাকিস্তানের আর্থিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, অভ্যন্তরীণ ও বহিরাগত মিলিয়ে পাকিস্তানের ঘাড়ে বর্তমানে 76,007 বিলিয়ন পাক রুপির ঋণ।

দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে! কয়েক বিলিয়ন ডলারের জন্য ঘুরতে হয়েছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF-এর দরজায় দরজায়! তবে সেসব সত্বেও 2025-26 আর্থিক বছরের জন্য ফেডারেল বাজেটে প্রতিরক্ষা খাতে অন্তত 20 শতাংশ বরাদ্দ বৃদ্ধি করল পাকিস্তান।

প্রতিরক্ষায় বরাদ্দ বাড়লেও কমেছে সামগ্রিক ব্যয়

মঙ্গলবার 2025-26 আর্থিক বছরের ফেডারেল বাজেট ঘোষণা করেছে পাকিস্তান। আর সেই বাজেটেই দেশের প্রতিরক্ষা খাতে অন্তত 20 শতাংশ বরাদ্দ বাড়িয়েছে পাকিস্তান সরকার। তবে প্রতিরক্ষায় দেশকে মজবুত করলেও বাজেটে পাকিস্তানের সামগ্রিক ব্যয় 7 শতাংশ কমিয়ে 17.57 বিলিয়ন পাকিস্তানি রুপি করা হয়েছে।

বিশেষজ্ঞ মহলের দাবি, গত মাসে ভারতের সাথে সংঘাতে চরম দুর্দশার পর এবার নিজেদের সামরিক অস্ত্রশস্ত্রের দিক থেকে শক্তিশালী করে তুলতে চাইছে পাকিস্তান। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, 2026 আর্থিক বছরের জন্য প্রতিরক্ষা ব্যয় হিসেবে 2.55 ট্রিলিয়ন পাকিস্তানি রুপি বাজেট পেশ করেছে পাক সরকার।

যেখানে চলতি মাসে শেষ হওয়া পাকিস্তানি অর্থবছরে সামরিক বাজেট ছিল 2.12 ট্রিলিয়ন। বলা বাহুল্য, মোট 62 বিলিয়ন ডলারের বাজেটে 9 বিলিয়ন ডলারই পাচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষেত্রে। এর অর্থ মোট বাজেটের অন্তত 14 শতাংশ ব্যয় করা হবে প্রতিরক্ষার জন্য।

অবশ্যই পড়ুন: ইউনূসের আশায় জল! বাংলাদেশের নাকের তলায় সেভেন সিস্টার্সে বিরাট কাজ করল ভারত

বিপুল ঋণের বোঝা নিয়ে ধুঁকছে পাকিস্তান

চারিদিক থেকে ঋণের বোঝায় একপ্রকার বেহাল অবস্থা পাকিস্তানের। ঠিক সেই আবহে, পরিকাঠামো বা অন্যান্য উন্নয়নের কথা চিন্তা না করে প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেহবাজ সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান যেখানে চারিদিক থেকে 76 ট্রিলিয়ন ডলারের আর্থিক বোঝা বইছে, সেই পর্বে প্রতিরক্ষা খাদে এই বৃদ্ধি যথেষ্ট উদ্বেগজনক।

কেননা, পাকিস্তানের একটা বিশাল জনসংখ্যা মৌলিক সুযোগ-সুবিধার অভাবে ভোগে, সেখানে প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ বরাদ্দ দেশের ওপর ঋণের বোঝা আরও বাড়াবে। এদিকে পাকিস্তানের আর্থিক সমীক্ষার রিপোর্ট বলছে, দিনের পর দিন যেভাবে পাকিস্তানের ওপর ঋণের চাপ বাড়ছে, তাতে আগামী দিনে অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়! যদিও সেসব চিন্তা মাথায় না রেখে, গত মাসের সংঘাতকে মাথায় নিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়ে দিয়ে হাত তুলে দিল পাক সরকার।

সঙ্গে থাকুন ➥