সৌভিক মুখার্জী, কলকাতা: যুদ্ধে ভরাডুবি অবস্থা, তবুও মিথ্যাচার থামালো না কাঙালের দেশ (2025 India-Pakistan Standoff)! সংঘর্ষ বিরতির পর থেকেই আবার ভারত বিরোধী প্রচারে রাস্তায় নেমেছে শাহবাজ শরিফের দেশ। দেশজুড়ে নাকি উৎসব পালন হচ্ছে। আর এই উৎসবের নাম ‘ইয়ুম-ই-তাশাকুর’, অর্থাৎ কৃতজ্ঞতা জানানোর দিন।
পাক প্রধানমন্ত্রী নিজেই এই দিনটি পালনের ঘোষণা দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে জয়ের আনন্দে। কিন্তু প্রশ্ন উঠছে – আসলে কি জয় হয়েছে? পাকিস্তান কি সত্যিই জিতেছে? নাকি সত্যকে চাপা দিতেই এইসব করে বেড়াচ্ছে সন্ত্রাসের দেশ?
ইয়ুম-ই-তাশাকুর র মানে কী? | Youm-e-Tashakur Meaning |
বেশ কিছু সূত্র খতিয়ে জানা গেল, ‘ইয়ুম-ই-তাশাকুর’ শব্দটি উর্দু ভাষা থেকে এসেছে। ইয়ুম মানে দিন, আর তাশাকুর মানে কৃতজ্ঞতা। আর এই দিনটি পাকিস্তানে পালন করা হচ্ছে সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাতে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে জয়ের উদযাপন করতে পালিত হচ্ছে এই বিশেষ দিন। পাকিস্তান সরকারের তরফে বলা হয়েছে, দেশের সমস্ত ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ যেন এই দিনটিতে সেনা ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
ভারতের সেনা থামিয়ে উৎসব পালন?
এদিকে শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে পাক প্রধানমন্ত্রী বলে বসেন, ভারতের হামলা প্রতিহত করে পাকিস্তান এবার ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। কয়েক ঘন্টার মধ্যেই আমরা তাদেরকে থামিয়ে দিয়েছি। তার কথাতে পরিষ্কার বোঝা যাচ্ছে, সংঘর্ষ বিরতিকে তারা একতরফা জয় হিসেবে দেখছে। অথচ ভারত বারবার জানিয়েছে যে, এটি কোনও যুদ্ধ ছিল না। বরং, 22 এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার বদলা নেওয়ার পদক্ষেপ।
ভারত দাবি করছে, কোনও পাকিস্তানি নাগরিক বা সেনাঘাঁটিতে আক্রমণ করার কোন টার্গেট আমাদের ছিল না। শুধুমাত্র জঙ্গিদের ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেওয়া এবং সন্ত্রাসী সংগঠনগুলিকে নিশানা করার জন্যই ভারতের অপারেশন সিঁদুর। সূত্রের খবর, প্রায় 100 জনের বেশি জঙ্গি নিহত হয়েছে। এমনকি পাকিস্তানের পাল্টা হামলাও ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাদের সূত্র।
কূটনৈতিক চাল দিয়ে জয় দাবি করছে পাকিস্তান?
শাহবাজ শরিফ শুধু এখানেই থেমে থাকেনি। যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপের প্রশংসাও করেছেন তিনি। পাশাপাশি সৌদি আরব, কাতার, তুরস্ক এবং বিশেষভাবে চিনকে তিনি বন্ধু হিসেবে মনে করছেন। আন্তর্জাতিক সমর্থন পাওয়াকে তিনি কূটনৈতিক জয় হিসেবে দেখাতে চাইছেন সবার সামনে।
আরও পড়ুনঃ ভারতের অপারেশন সিঁদুরে বিরাট ক্ষতি পাকিস্তানের! চারদিন ঠিক কী কী হল? জানুন সবটা
আর যেখানে দাঁড়িয়ে ভারত পরিষ্কার বলছে যে, এটি সন্ত্রাস দমনের প্রতিক্রিয়া, কোনও যুদ্ধ নয়। সেখানে পাকিস্তান একতরফা দাবি করছে যুদ্ধ জয় নিয়ে। একদিকে দেশের ভিতর সরকার বিরোধী চাপ সামাল দেওয়া, আবার অন্যদিকে সেনাবাহিনীকে বীরের মর্যাদা দেওয়া, এই দুইয়ের লক্ষ্য পূরণ করতে ‘ইয়ুম-ই-তাশাকুর’ পালন করছে দক্ষিণ এশিয়ার এই মুসলিম দেশ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |