বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঋণের দায়ে ডুবু ডুবু পাকিস্থান। এমনিতেই অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়েছে। তার ওপর কাঁধে একাধিক বৈদেশিক ঋণের বোঝা। যা শোধ করতে না পারলে পশ্চিমের দেশের যে কী অবস্থা হবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারছেন না অনেকেই!
রিপোর্ট অনুযায়ী, চলতি আর্থিক বছরে দৈনদশার মধ্যেও 23 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করার কথা পাকিস্তানের। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত পাকিস্তানের মোট ঋণ ছিল 76.01 ট্রিলিয়ন রুপি। যার মধ্যে 51.52 ট্রিলিয়ন রুপি অভ্যন্তরীণ ঋণ এবং বাকিটুকু বৈদেশিক। তবে এবার সবদিক থেকেই কার্যত জোরালো ধাক্কা খেতে পারে পাকিস্তান!
কাদের কাছে ঋণী পাকিস্তান?
অভ্যন্তরীণ ঋণ বাদ দিয়ে যদি বহিরাগত বা বৈদেশিক ঋণের কথা বলা হয় সেক্ষেত্রে, পাকিস্তান সবচেয়ে বেশি ঋণ নিয়েছে চিনের কাছে থেকে। হ্যাঁ, ড্রাগনের সাথে সখ্যতা বৃদ্ধির পাশাপাশি ধার নেওয়ার কাজও চালিয়ে গিয়েছে ইসলামাবাদ। রিপোর্ট অনুযায়ী, চিন থেকে প্রায় 4 বিলিয়ন (নতুন ঋণ) ডলার ঋণ নিয়েছে পাকিস্তান। যদিও সম্প্রতি পাকিস্তানকে দেওয়া ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে স্বস্তি দিয়েছে বেইজিং।
2021 সালের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে সবচেয়ে বেশি ঋণ প্রদানকারী দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব। এই দেশটি পাকিস্তানকে 3 বিলিয়নেরও বেশি ঋণ প্রদান করেছে। এরপরই তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানকে দেওয়া UAE-র ঋণের পরিমাণ 2 বিলিয়ন ডলারেরও বেশি। এছাড়াও কাতারের মতো একাধিক মুসলিম দেশ পাকিস্তানকে ঋণ বাবদ বিপুল অর্থ দিয়েছে।
মুসলিম দেশগুলির ক্ষেত্রে চাপ কম পাকিস্তানের
রিপোর্ট বলছে, অন্যান্য দেশগুলির ক্ষেত্রে ঋণের বোঝা নিয়ে চিন্তা থাকলেও মুসলিম দেশগুলি এখনই পাকিস্তানকে ঋণ পরিশোধ করার জন্য চাপ দেবে না। সূত্র বলছে, কাতারের মতো বেশ কিছু মুসলিম দেশ পাকিস্তানের সাথে সুসম্পর্কের কারণে আগামী দিনে ঋণ প্রদানের মেয়াদ বাড়িয়ে দিতে পারে। তবে রিপোর্ট বলছে, মুসলিম দেশগুলি থেকে রেহাই পেলেও চলতি বছরের মধ্যেই পাকিস্তানকে মোটা অঙ্কের ঋণ পরিশোধ করতে হবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বব্যাঙ্ক থেকে শুরু করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সহ অন্যান্য অর্থ ভাণ্ডারগুলি থেকে পাওয়া 11 বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করতেই হবে পাকিস্তানকে। সেক্ষেত্রে কোনও রকম ছাড় নাও পেতে পারে পশ্চিমের দেশ।
প্রসঙ্গত, বিগত বছরগুলি তুলনায় দারিদ্রতা ক্রমশ বেড়েছে পাকিস্তানে। বিশেষজ্ঞরা বলছে, চলতি বছর বিভিন্ন বৈদেশিক ঋণ পরিশোধের মাঝে যদি মুসলিম দেশগুলি পাকিস্তানকে ছাড় না দেয় সেক্ষেত্রে যথেষ্ট চাপে পড়ে যাবে শেহবাজের সরকার। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান 2025-26 অর্থ বর্ষের যে বাজেট (17,573 ট্রিলিয়ন রুপি) পেশ করেছে, তার মধ্যে 8.2 ট্রিলিয়ন রুপি রাখা হয়েছে ঋণ পরিশোধের জন্যই।
অবশ্যই পড়ুন: এগোচ্ছে ইয়েলো লাইন! শুরু হল এয়ারপোর্ট থেকে বিরাটি মেট্রো রুটের কাজ
সব মিলিয়ে, বৈদেশিক ঋণ পরিশোধ করতে একদিক থেকে মাথায় হাত পড়েছে পাকিস্তানের, এর মাঝে যদি কোনও কারণবশত মুসলিম দেশগুলি ঋণ প্রদানের মেয়াদ বাড়াতে অস্বীকার করে, সেক্ষেত্রে আর্থিক দিক থেকে ভেঙে পড়া পাকিস্তান আরও ভেঙে পড়বে, এমনটাই দাবি বিশেষজ্ঞ মহলের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |