বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানে(Pakistan) চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy 2025) ম্যাচ দেখতে যাওয়া বিদেশি দর্শকদের অপহরণের ছক কষছে জঙ্গিরা। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ, বিভিন্ন দলের সমর্থকরা পাক স্টেডিয়ামে নিজের দেশের খেলা উপভোগ করতে গিয়ে চরম বেকায়দায় পড়েছেন। হ্যাঁ, এমনটাই দাবি করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, দীর্ঘ 29 বছর পর স্বইচ্ছায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্ব চেয়েছিল পাকিস্তান।
সেই সূত্র ধরেই চলতি বছর মিনি বিশ্বকাপ গড়িয়েছে পাক ময়দানে। ভারত বাদে পাকিস্তানসহ বাকি 7 দেশের খেলা গড়িয়েছে সেখানেই। আর সেই সূত্রেই নিজের দেশের ম্যাচ চাক্ষুষ করতে পাকিস্তানে উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের অতিথিরা। এবার তাদেরকেই নাকি নিশানা বানিয়ে হামলার ছক করছে বিভিন্ন সন্ত্রাসবাদি গোষ্ঠীগুলি এমনটাই জানিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
পাকিস্তানের গোয়েন্দা রিপোর্টে বিরাট তথ্য ফাঁস
পিসিবি আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দেখতে আসা বিভিন্ন অতিথি দর্শকদের ওপর সন্ত্রাসবাদি হামলার আশঙ্কা নিয়ে এক বিশেষ রিপোর্ট পেশ করেছে পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। রিপোর্টে সেদেশের গোয়েন্দারা জানিয়েছেন, পাকিস্তানের যে 3 স্টেডিয়াম লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে মিনি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেইসব স্টেডিয়ামের কাছাকাছি বাড়ি ভাড়া করে থাকছে জঙ্গিরা।
জানা যাচ্ছে, পাকিস্তানের সেই এলাকা গুলিতে সিসিটিভি ক্যামেরা খুব একটা নেই। আর সেই সুযোগের সদ্ব্যবহার করেই নিজেদের নাম পরিচয় গোপন রেখে বসবাস করছে বিভিন্ন সন্ত্রাসবাদি গোষ্ঠীর সদস্যরা। সূত্র বলছে, মূলত পাকিস্তানে ম্যাচ দেখতে আসা অতিথি দর্শকদের অপহরণ করতেই এই নয়া পদক্ষেপ নিয়েছে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীগুলি।
দেশজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট
স্বদেশীদের ম্যাচ দেখতে পাকিস্থানে আশা বিভিন্ন অতিথি দর্শকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পাকিস্তান সরকারের তরফে ইতিমধ্যেই দেশের নিরাপত্তা বাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে। সেই সাথে 3 জনপ্রিয় স্টেডিয়াম থেকে কিছুটা দূরে যেসব জায়গায় সন্ত্রাসীরা ঘাঁটি গাড়তে পারে, সেইসব এলাকায় জারি করা হয়েছে অতিরিক্ত সতর্কতা। পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন স্টেডিয়ামের চারপাশেও হাই অ্যালার্ট জারি করে সেনা মোতায়েন করা হয়েছে বলেই সূত্রের খবর।
আরও পড়ুনঃ পাকিস্তানের সাফল্যে দাড়ি টেনেও অনিশ্চিত বিরাটদের সেমিফাইনাল, জটিল অঙ্কে আটকে ভারত
অপহরণের ছক কষছে কারা?
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দেখতে পাকিস্থানে আগত বিদেশি অতিথীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই বেশকিছু তথ্য দিয়ে প্রশাসনকে সাহায্য করেছে সে দেশের গোয়েন্দা বিভাগ। সেই সাথে, বিদেশিদের অপহরণের পরিকল্পনায় কাদের হাত থাকতে পারে সে বিষয়েও সুস্পষ্ট আন্দাজ করে তথ্য প্রকাশ করছে পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকরা। পাক গোয়েন্দা সূত্রে খবর, তেহরিক-ই-তালিবান পাকিস্তান(TTP) ও আইসিসের মতো বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি প্রতিবেশী দেশ থেকে আসা ভক্তদের অপহরণের ছক কষছে বলেই দাবি করা হয়েছে পাক গোয়েন্দা সংস্থার রিপোর্টে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |