বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের বালুচিস্তানে রক্ত ঝরল পাক সেনার। জানা যাচ্ছে, নিরাপত্তা বাহিনীর ক্লিয়ারেন্স অভিযান চলাকালীন হঠাৎ একটি ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে (Pakistan Landmine Blast)। আর তাতেই প্রাণ হারান 5 পাকিস্তানি সেনা। যদিও সেনাবাহিনীর অভিযানে 5 সন্ত্রাসীকেও গুলি করে হত্যা করা হয়েছে। যে খবর নিশ্চিত করেছে সামা টিভি।
এক নজরে গোটা ঘটনা
সোমবার, পাকিস্তানের কেচ জেলার শেরবন্দি এলাকায় ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ প্রসঙ্গে, আইএসপিআর জানিয়েছে, শেরবন্দি এলাকায় দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই সন্ত্রাসবাদীদের দাপাদাপির খবর পাচ্ছিল পাক সেনা। সেই মতোই, সোমবার ওই এলাকায় সন্ত্রাসী আস্তানা উচ্ছেদ অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তাাহিনী।
অবশ্যই পড়ুন: চিনের মাটিতে সোনা জয়! স্কেটিংয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, ইতিহাস লিখলেন আনন্দ
জানা গিয়েছে, অভিযান চলাকালীন হঠাৎ মাটিতে ছড়িয়ে রাখা ল্যান্ডমাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। যেই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 সেনা জাওয়ানের। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সেনাবাহিনীর গাড়িও। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সন্ত্রাসীদের পেতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত 5 সেনা জাওয়ানের মধ্যে রয়েছেন, নায়েক আসমাতুল্লাহ, নায়েক জুনায়েদ আহমদ, ল্যান্স নায়েক খান মহম্মদ, ক্যাপ্টেন ওয়াকার আহমদ এবং সিপাহী মহম্মদ জাহুর।
এদিকে জঙ্গি হামলার ঘটনায় ভারতের বিরুদ্ধে তোপ দেগেছে আইএসপিআর। এক বিবৃতিতে তারা জানায়, ভারতের সমর্থনে এই জঙ্গিরা পাকিস্তানে সন্ত্রাস ছাড়ানোর চেষ্টা করছে! ভারতপৃষ্ঠপোষক সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী পাকিস্তানিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও এমন অযৌক্তিক অভিযোগের কোনও প্রতিক্রিয়া দেয়নি নয়া দিল্লি।