৯ মাসে ১০ হাজার! AIDS আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়ল পাকিস্তান

Published:

AIDS In Pakistan
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: গত এক বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক AIDS আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে পাকিস্তানে (AIDS In Pakistan)। জানা যাচ্ছে, 2025 সালের প্রথম 9 মাসে 10 হাজারের বেশি লোক AIDS আক্রান্ত হয়েছে পাকিস্তানে। এমনকি স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে যে, বছরের শেষ নাগাদ মোট আক্রান্তের সংখ্যা 14 হাজার ছাড়তে পারে যা গত বছর 13,001 জনকেও টপকে যাচ্ছে।

কী কারণে এত AIDS আক্রান্ত?

Gulf নিউজের একটি রিপোর্ট বলছে, চিকিৎসা পদ্ধতি, জরুরী চিকিৎসা এবং ভিসার প্রয়োজনীয়তার সময় আকস্মিক স্ক্রিনিং এর ফলেই দেশটিতে উল্লেখযোগ্য হারে AIDS সংক্রমণ বাড়ছে। এমনকি 2025 সালকে দেশের ইতিহাসে AIDS আক্রান্তের দ্রুততম বৃদ্ধির বছর হিসেবে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানে এখনও পর্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, নির্বাসিত অভিবাসী বা যৌনকর্মীদের জন্য AIDS সংক্রমণ দিনের পর দিন রেকর্ড ছুঁচ্ছে। এমনকি বেশিরভাগ লোক চিকিৎসার বাইরে থাকছে বা অজান্তেই ভাইরাস সংক্রমিত হচ্ছে।

এদিকে UNAIDS, WHO এবং UNICEF এর মডেলিং অনুযায়ী, 2025 সালের শেষ নাগাদ পাকিস্তানের 40 হাজারের বেশি মানুষ AIDS আক্রান্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এমনকি বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে, পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক, মাদকের সাহায্যে যৌন কার্যকলাপ, মেথামফেটামিন ব্যবহার, অসুরক্ষিত যৌন মিলন, গাড়ি চালানোর মধ্যে যৌন মিলন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে পুরুষদের মধ্যে। আর এই প্রবণতা ট্রান্সজেন্ডার বা মহিলা যৌনকর্মীদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে দিচ্ছে। এমনকি তারা বেশিরভাগই AIDS সম্পর্কে অবগত নন।

আরও পড়ুনঃ PF-এর ৭৫% টাকা তোলা যাবে, EPFO-র নিয়মে কতটা লাভবান হবেন বিনিয়োগকারীরা?

পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

সাম্প্রতিক এক রিপোর্ট দাবি করছে, পাকিস্তানে বর্তমানে 3 লক্ষ 69 হাজার মানুষ AIDS আক্রান্ত। তবে এর মধ্যে মাত্র 78 হাজার জন চিকিৎসা পরিষেবা গ্রহণ করছে, আর 55 হাজার মানুষ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি গ্রহণ করছে। এমনকি বেশিরভাগ মানুষই গুরুত্ব দেয় না এবং চিকিৎসা করায় না, যা পরবর্তীতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। মূলত, এই উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিবাসীরাই AIDS এর মূল সংক্রামক। পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলির গাফিলতিও এর পিছনে কাজ করছে। আর এই হারে যদি AIDS সংক্রমণ বাড়তে থাকে, তাহলে দেশটির অবস্থা যে আরও সংকটজনক হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

আরওHIVPakistan
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join