বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট কাণ্ড ঘটালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan PM)! পাক প্রধানের কর্মকাণ্ডে ছি ছি পড়ে গিয়েছে নানা মহলে! কিন্তু কী এমন করেছেন শেহবাজ শরীফ? জানা যাচ্ছে, ইরানের ওপর ইজরায়েলি হামলার নিন্দা করতে গিয়ে নিজেই এবার চরম নিন্দার মুখে ভারত বিরোধী পাকিস্তানের প্রধানমন্ত্রী!
শোনা যাচ্ছে, পশ্চিমের প্রধান এমন কান্ড ঘটিয়েছেন যা সত্যি অগ্রহণযোগ্য! ঠিক কী করেছেন শেহবাজ? সূত্রের খবর, পাক প্রধানের এমন কর্মকাণ্ডের পর প্রশ্ন উঠছে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও! কাঠগড়ায় উঠেছে শরীফের ব্যক্তিত্ব!
এক ভুলেই লজ্জায় মুখ ঢাকলেন পাক প্রধান!
খোঁজ নিয়ে জানা গেল, সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনা অর্থাৎ ইরান ও ইজরায়েলের ভয়াবহ সংঘর্ষ নিয়ে কথা বলতে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ। এদিন মূলত, ইরানের ওপর ইজরায়েলের হামলার বিষয়ে নিন্দা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেহবাজ প্রথমেই লেখেন, “আই কন্ডোম”! আর তাতেই একেবারে ঘেঁটে ঘ!
কয়েক মুহূর্তের মধ্যেই সমাজমাধ্যম জুড়ে শুরু হয় নিন্দার ঝড়। কাঠগড়ায় ওঠে পাক প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতাও! আসলে নিজের সোশ্যাল পোস্টে ইরানের ওপর ইজরায়েলি হামলার নিন্দা জানাতে “I Condemn” লিখতে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে ভুলবশত Condemn শব্দটির বদলে Condom লিখে ফেলেন তিনি। আর তাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে বেঁধে যায় তুলকালাম কান্ড!

অবশ্যই পড়ুন: ঘুরে গেল খেলা! তুরস্ক, পাকিস্তানকে এড়িয়ে ভারতের বন্ধুর সাথে গোপনে চুক্তি সারল আজারবাইজান
শুধু তাই নয়, নেট নাগরিকরা নিজেদের ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি পশ্চিমের রাষ্ট্রপ্রধানকে নিয়ে নানান ট্রোল করেন। আসলে, একজন রাষ্ট্র প্রধানের পক্ষে এমন ভুল একেবারেই গ্রহণযোগ্য নয় বলেই দাবি করেন অনেকেই। চলে দেদার নিন্দা। কাঠগড়ায় ওঠে পাকিস্তানের নানান কুকীর্তিও। তবে শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে তড়িঘড়ি নিজের ভুল বানান ঠিক করে নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের সোশ্যাল মিডিয়া ম্যানেজার। যা ইতিমধ্যেই হাসির খোরাক জুগিয়েছে অনেকেরই।












