ভারতের কাছে কয়েক ঘা খেয়েও বদলালো না পাকিস্তান! পাল্টা হুঁশিয়ারি শেহবাজের

Published on:

Pakistan PM warns of imminent attack on India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের ভয়ে লুকিয়ে ছিলেন এতদিন! খুঁজে পাওয়া যাচ্ছিল না, টিকিটিও! সম্প্রতি পাক প্রধানমন্ত্রীর (Pakistan PM) বেপাত্তা হওয়ার খবর প্রকাশ করেছিলেন পাকিস্তানের সাংসদ ফজলুর রহমান। তবে মঙ্গলবার ভারতের হাতে সপাটে কয়েক ঘা খেয়ে ফোঁস করে উঠলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

গতকাল মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে 9টি জঙ্গিঘাঁটি। নিকেশ হয়েছে কমপক্ষে 30 জন পাক সন্ত্রাসী। এমতাবস্থায়, ভারতের তরফে প্রত্যাশিত আঘাত পেয়ে রেগে অগ্নিশর্মা পাক প্রধানমন্ত্রী শরীফ। ভারতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুললেন তিনি। দিলেন পাল্টা জবাবের হুশিয়ারিও।

হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাক প্রধানমন্ত্রী

মঙ্গলবার মাঝরাতে আচমকা ভারতের তরফের প্রত্যাঘাত পেতেই ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ শানিয়ে নাকি পাক প্রধান বলেছেন, সময় মতো এর যোগ্য জবাব দেবে পাকিস্তান।

যদিও, এর আগে বহুবার ভারত আক্রমণের হুঁশিয়ারি দিয়ে ব্যাকফুটে হেঁটেছে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা। ফলত, দুর্বল অর্থনীতি ও বালুচিস্তানে গৃহযুদ্ধের আবহ নিয়ে পাকিস্তান যদি এখন যুদ্ধে জড়ায়, সেক্ষেত্রে পশ্চিম দিকের দেশের অবস্থা কতটা শোচনীয় হবে, তা বুঝতে পারছেন অনেকেই।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: নিকেশ ৯০ জঙ্গি! ২৬ প্রাণের বদলা গুণে গুণে নিল ভারত, কোণঠাসা পাকিস্তান

পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন পাক তথ্যমন্ত্রীও

জঙ্গি দমনে ভারতের বড় পদক্ষেপের পর একে একে মুখোশ খুলছেন পাকিস্তানের মন্ত্রীরা। প্রধানমন্ত্রীর পর এবার সেদেশ থেকে ভেসে আসছে পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বক্তব্য। সম্প্রতি স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার তারা জানিয়েছেন, ভারতের হাতে পাকিস্তানকে দোষী সাব্যস্ত করার মতো কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ নেই! মধ্যরাতে পাকিস্তানে এমন বিমান হামলার কঠোর জবাব দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥