ভারতের হানায় শেষ পরিবার! জঙ্গি নেতা মাসুদ আজাহারকে ১৪ কোটি দিচ্ছে পাকিস্তান সরকার

Published on:

Masood Azhar

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অপারেশন সিঁদুর যেন সন্ত্রাসের দেশের টনককে একধাক্কায় নাড়িয়ে দিয়েছে। অভিযানের জেরে চরম আঘাত পেয়েছে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ। এবার সেই আঘাত মোছার জন্য পাকিস্তান সরকার সন্ত্রাসবাদীদের মূল মাথা মাসুদ আজহারকে (Masood Azhar) নাকি 14 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে চলেছে! হ্যাঁ এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে সমাজমাধ্যমে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অপারেশন সিঁদুরে ধ্বংস মাসুদ আজাহারের পরিবার

গত ৭ মে ভারত কোমর বেঁধে সন্ত্রাসকে ধ্বংস করতে চালায় অপারেশন সিঁদুর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটিকে রাতারাতি গুড়িয়ে দেওয়া হয় এই হামলায়। তালিকায় ছিল জইশ-ই-মহম্মের ঘাঁটি। আর এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল বাহাওয়ালপুরে জইশের সদর দপ্তর। সূত্রের খবর, এই অভিযানে মাসুদ আজহারের 14 জন আত্মীয় নিহত হয়েছেন। যাদের মধ্যে ছিল তার দিদি, ভাই, ভাগ্নে, ভাগ্নের স্ত্রী, ভাইঝি এবং কয়েকজন শিশু।

চমক দিচ্ছে পাকিস্তানের ঘোষণা

এতদিন যাবত পাকিস্তান সরকার নিজেদের সন্ত্রাসবাদীদের বিরোধী বলেই দাবি করে এসেছে। তবে এবার পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফে গলায় শোনা গেল পাল্টা কন্ঠ। তিনি এবার সরাসরি মাসুদ আজহারকে সরকারের রিলিফ ফান্ড থেকে 14 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কারণ হিসেবে পাকিস্তান সরকার বলছে, যে সমস্ত ব্যক্তি অপারেশন সিঁদুরে নিহত হয়েছে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে সরকার। আর প্রতিটি মৃত্যুর জন্য 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর সেই সূত্র ধরে 14 জন নিহত হওয়ার জেলে মোট 14 কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে মাসুদ আজহার।

তবে এখানেই উঠছে সবথেকে বড় প্রশ্ন। কীভাবে একজন আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর পরিবারকে সমর্থন করে দেশের প্রধানমন্ত্রী এই বিপুল পরিমাণে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করতে পারে?

আরও পড়ুনঃ জব্দ হয়েও শিক্ষা হয়নি! ফের ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বেফাঁস ইউনূস

মাসুদ আজহার একাই পাচ্ছে 14 কোটি

বেশ কিছু সূত্র মারফত খবর, মাসুদ আজাহারের পরিবারের মোট নিহত সংখ্যা 14। আর পাকিস্তান সরকারের ঘোষণা অনুযায়ী, 1 কোটি টাকা করে মোট 14 জনের টাকা মাসুদ আজহারের হাতে এসে পড়বে। কারণ এখন তার পরিবারে শুধুমাত্র তিনি একাই জীবিত। এর ফলে সেই ক্ষতিপূরণের মোটা অংকের টাকা যাচ্ছে তার পকেটে।

প্রধানমন্ত্রীর এই ঘোষণায় আন্তর্জাতিক মহলে বিরাট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একদিকে মাসুদ আজহার জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী, যার বিরুদ্ধে কিনা ভারতের পুলওয়ামা হামলার মতো ভয়াবহ ঘটনা যুক্ত রয়েছে, অপরদিকে পহেলগাঁও হামলার পিছনেও রয়েছে তার হাত। আর এত বড় দুষ্কৃতী হওয়া সত্বেও তাকে এই বিরাট ক্ষতিপূরণ সত্যিই কি ভেবেচিন্তা করছে সরকার? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আপামর জনগণের মধ্যে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group