রাফাল নিয়ে দু’দুটি মিথ্যাচার পাকিস্তানের, দ্বিতীয়টি ভারত ছাড়িয়ে বৈশ্বিক স্তরে

Published on:

Pakistan

সৌভিক মুখার্জী, কলকাতা: সন্ত্রাসের দেশ (Pakistan) নাকি এবার মিথ্যা প্রচারের পথে নেমেছে! হ্যাঁ, ভারতের মিসাইল হামলার পর রাফাল যুদ্ধবিমান নিয়ে এবার মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে দক্ষিণ এশিয়ার এই জঙ্গি দেশ। একদিকে সেনাবাহিনী, তো আবার অন্যদিকে পাক মিডিয়া। এই দুইয়ের তরফ থেকেই প্রকাশ্যে আনা হচ্ছে সব উদ্ভট, ভিত্তিহীন দাবি। আর এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো রাফাল যুদ্ধবিমান ধ্বংসের কাহিনী।

পাকিস্তানের প্রথম মিথ্যা

সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটিতে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে। কার্যত 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান আর্মি। তবে এই মিসাইল হামলার পর পাকিস্তান সেনার মুখপাত্র দাবি করেছেন যে, ভারতের এয়ারফোর্সের পাঁচটি যুদ্ধবিমানকে গুলি করে তারা নীচে নামিয়ে এনেছে, যার মধ্যে তিনটি ছিল রাফাল। 

তবে এই কথার বাস্তবে কোনও যুক্তি নেই। পাক মিডিয়া এমনভাবে খবর পরিবেশন করেছে, যেন সত্যিই ভারতের যুদ্ধ ক্ষমতা মাটিতে মিশে গিয়েছে। আর এরই মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের জনপ্রিয় এক মিডিয়া হাউস এমন এক খবর প্রকাশ করেছে, যা নিয়ে শুরু হয়েছে টালমাটাল অবস্থা। 

পাকিস্তানের দ্বিতীয় মিথ্যা

পাকিস্তানের ওই অনামি সংবাদমাধ্যম দাবি করছে যে, পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানকে গুঁড়িয়ে দিয়েছে। আর রাফাল নির্মাতা ফরাসি কোম্পানির Dassault Aviation-র শেয়ারের দাম নাকি একধাক্কায় 6 শতাংশ পড়ে গিয়েছে। তাদের কথায়, যুদ্ধ উত্তেজনার জেরে এবং রাফালকে গুঁড়িয়ে দেওয়ার খবর প্রকাশ্যে আসার পরই Dassault Aviation-এর শেয়ারে বিরাট পতন এসেছে। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। আসলে তারা শুধু মিথ্যা প্রচারই করে বেড়াচ্ছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তাহলে আসল সত্যিটা কী?

আসলে বিশ্বব্যাপী স্টক মার্কেট ট্রাকিং ওয়েবসাইট TradingView-র তথ্য অনুযায়ী, 7 মে Dassault Aviation-এর শেয়ার মাত্র 1.36 শতাংশ তলানিতে ঠেকেছে। যেখানে দিনের শুরুতে শেয়ার খোলা হয়েছিল 326.80 ইউরোতে এবং দিনশেষে সেই শেয়ার বন্ধ হয়েছে 320.20 ইউরোতে। অর্থাৎ, গড়পড়তায় মোট 4.40 ইউরো দাম কমেছে।

আরও পড়ুনঃ আপন প্রাণ বাঁচা! চাপে পড়ে পাকিস্তানকে ভুলল বাংলাদেশ, অনুসরণ ভারতের পথ

শেয়ার বাজারের এই সামান্য ওঠানামা নিত্যদিনের ঘটনা। অথচ পাকিস্তান এমনভাবে দাবি করছে, যে Dassault Aviation-এর শেয়ার নাকি একধাক্কায় 6% পড়ে গিয়েছে, যা কিনা সংস্থার জন্য নেতিবাচক খবর।

কীভাবে ধরা পড়লো পাকিস্তানের মিথ্যাচার?

পাকিস্তানের মিডিয়া শুধুমাত্র শেয়ারের পতনের শতাংশই বলেছে। কিন্তু কোথাও তারা স্পষ্ট লেখেনি যে, শেয়ার কোন দামে খোলা হয়েছে বা কোথায় গিয়ে বন্ধ হয়েছে। এমনকি দামের কোন গ্রাফ বা রেফারেন্স বা উৎসও তারা উল্লেখ করেনি। তাদের পরিষ্কার উদ্দেশ্য – ভিত্তিহীন তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা এবং ভারতকে ঝুঁটি ধরে নীচে নামিয়ে নিয়ে আসা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥