‘ভারতের পোষা ১৭ জন জঙ্গি নিকেশ করেছি’ দাবি পাক সেনাবাহিনীর

Published:

Pakistan To India Claimed 17 terrorists India pets where killed

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের নতুন নাটক পাকিস্তানের! পশ্চিমের দেশের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে ‘ভারতের পোষা 17 জন জঙ্গিকে নিকেশ কয়েছি’ বলে দাবি তুলেছে পাকিস্তানের সেনাবাহিনী (Pakistan To India)। ইতিমধ্যেই, বিবৃতি প্রকাশ করে সেই খবর জানিয়েছে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস।

বিবৃতিতে কী বলা হয়েছে?

পাক সংবাদমাধ্যম ডনের রিপোর্ট অনুযায়ী, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে গতকাল রাতে খাইবার পাখতুনখোয়ায় বিশেষ অভিযান চালায় পাক সেনাবাহিনী। সেখানেই নাকি তারা ফিতনা আল খোয়ারিজের উপস্থিতি টের পেয়েছিল।

ডনের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বোঝানোর জন্য ফিতনা আল খোয়ারিজ শব্দবন্ধ ব্যবহার করে থাকে পাকিস্তান। জানা যায়, অ্যাকশনে নেমে পাক সেনাবাহিনীর একটি দল খোয়ারিজদের অবস্থান জানার পর সেখান থেকে 17 জন সন্ত্রাসীকে ঘটনাস্থলেই নিকেশ করে। পাক সেনাবাহিনীর দাবি, এই সন্ত্রাসীরা প্রত্যেকেই ভারত পোষিত।

অবশ্যই পড়ুন: ট্রেনে করে সোজা ভুটান! ৬৯ কিমির কোকরাঝাড়-গেলেফু রেল প্রকল্প নিয়ে বড় আপডেট

ইন্টার সার্ভিসেস পাবলিক রেলেশনস তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, ওই এলাকায় ভারতের পোষা বেশ কয়েকজন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে। তাদেরকেও খুঁজে বের করে নরকে পাঠাতে সাফাই অভিযান চালাচ্ছে পাক সেনা। এদিন আইএসপিআর যথাযথ তথ্য প্রমাণ না দেখেই বলে, পাকিস্তানজুড়ে সন্ত্রাস ছড়ানোর যে ছক ভারত করছে তা বাঞ্চল করতে বদ্ধপরিকর আমরা। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেয়নি নয়া দিল্লি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥