কাকে দিয়েছে রাজার পাট! রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসদমন কমিটিতে সহ-সভাপতিত্বের দায়িত্ব পেল পাকিস্তান

Published on:

Pakistan to vice-chair UN Security Council's Counter-Terrorism Committee

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাকে দিয়েছে রাজার পাট? রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এ বছরের সন্ত্রাসদমন কমিটিতে সহ-সভাপতিত্ব করবে পাকিস্তান (Pakistan)! জানা যাচ্ছে, চলতি বছর রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতি রয়েছে আলজেরিয়া। এই দেশটিই 2025 বর্ষে নিরাপত্তা পরিষদের ওই কমিটির সভাপতিত্ব করবে।

অন্যদিকে পাকিস্তান সহ রাশিয়া ও ফ্রান্সের ওপর ওই কমিটির সহ-সভাপতির দায়িত্ব পড়েছে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, রাশিয়া ও ফ্রান্সকে সঙ্গে নিয়ে চলতি বছর পাকিস্তান সন্ত্রাসদমন কমিটির সহ-সভাপতিত্ব করবে। পাশাপাশি তালিবানের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কমিটির সভাপতিত্ব করতে চলেছে পাকিস্তান।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অন্যতম অস্থায়ী সদস্য পাকিস্তান

জানিয়ে রাখি, রাষ্ট্রপুঞ্জের 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 5 স্থায়ী সদস্যরাষ্ট্রের মধ্যে রয়েছে আমেরিকা, রাশিয়া, চিন, ব্রিটেন ও ফ্রান্স। এই 5 স্থায়ী সদস্য ছাড়াও আগামী দু বছরের জন্য অস্থায়ী 10 সদস্য দেশের তালিকায় নাম রয়েছে পাকিস্তানের। গত পহেলা জানুয়ারি থেকেই পাকিস্তান সহ 10 দেশের সদস্য পদের মেয়াদ শুরু হয়েছে।

কে কোন দায়িত্বে কাজ করবে?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অধীনস্থ বিভিন্ন কমিটির দায়িত্ব ভাগ হয়ে গিয়েছে স্থায়ী ও অস্থায়ী সদস্য দেশগুলির মধ্যে। মূলত প্রচলিত রীতি মেন এই বছর ISIL ও আল কায়েদার ওপর নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্ব করবে ডেনমার্ক। অন্যদিকে ওই কমিটির সহ-সভাপতিত্ব করবে রাশিয়া ও সিয়েরা লিওন।
একইভাবে পাকিস্তানকেও দেওয়া হয়েছে বড় দায়িত্ব।

জানা যাচ্ছে, বর্তমানে পাকিস্তানের হাতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের চলতি বছরের সন্ত্রাস দমন কমিটির দায়িত্ব রয়েছে। এই কমিটিতে সহ-সভাপতিত্ব করবে পাকিস্তান। এছাড়াও তালিবানের ওপর নিষেধাজ্ঞ সংক্রান্ত নিরাপত্তা পরিষদের কমিটির সভাপতিত্ব করার কথা রয়েছে পাকিস্তানের। এই কমিটিতে পাকিস্তানের সাথে সহ-সভাপতিত্ব করবে রাশিয়া ও গায়ানা।

অবশ্যই পড়ুন: KKR থেকে বেরিয়ে গিয়েও পেলেন না সাফল্য! হম্বিতম্বিই সার হল শ্রেয়সের?

সন্ত্রাসবাদের আশ্রয়দাতাকেই সন্ত্রাসদমনের দায়িত্ব?

চিরকাল পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে এসেছে ভারত। বিগত বছরগুলিতে ইসলামাবাদের তরফে ভারতে একাধিক জঙ্গি হামলার পাশাপাশি সাম্প্রতিক সময়ে পহেলগাঁও হামলা গোটা বিশ্বে বিরাট আলোড়ন ফেলেছে। জঙ্গিদের লেলিয়ে দিয়ে ভারতীয়দের প্রাণে মেরে ফেলার দায়ে অভিযুক্ত পাকিস্তান।

প্রায় সব দিক থেকেই পাকিস্তান এখন সন্ত্রাসবাদের আশ্রয় ও প্রশ্রয়দাতা। যে দেশ, সন্ত্রাসবাদীদের মৃত্যুতে শোকযাপন করে, যে দেশের তরফে সন্ত্রাসবাদের হয়ে ভারতে হামলা চালানো হয়, এবার সেই দেশকেই কেন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসদমন কমিটির সহ সভাপতি পদে বসানো হল, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।

সঙ্গে থাকুন ➥