বিক্রম ব্যানার্জী, কলকাতা: আচমকা সুর নরম পাকিস্তানের (Pakistan)! ভারতের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টা? ব্যবসায়িক সম্পর্ক? হ্যাঁ, প্রতিবেশী দেশের সাথে নতুন করে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে মরিয়া পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সূত্রের খবর, ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করতে গ্রেটার পাঞ্জাবমডেল তৈরির চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। খোঁজ নিয়ে জানা গেল, পাকিস্তানের তরফে যে বৃহত্তর পাঞ্জাব মডেল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে নাকি সম্মতি জানিয়েছে পাক সেনাবাহিনীর শীর্ষ কর্তারা।
অন্যদিকে পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন সরকারের সমর্থন তো রয়েছেই। তাহলে কি ভারতের সাথে নতুন সম্পর্ক গড়বে পাকিস্তান? লক্ষ্য তো তেমনটাই! শোনা যাচ্ছে, কর্তারপুর করিডোরের মডেলে একটি বাণিজ্য করিডোর তৈরি করে ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে চাইছে পশ্চিম দিকের দেশ। এহেন আবহে পাঞ্জাব মডেল প্রকাশ করে শেহবাজ সরকারের বিরুদ্ধে বড়সড় অভিযোগ শানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন সেনা র্মকর্তা আদিল রাজা।
পাঞ্জাব মডেল নিয়ে বড় অভিযোগ আদিলের
সম্প্রতি বৃহত্তর পাঞ্জাব মডেলটি প্রকাশ করে প্রাক্তন পাক সেনাকর্তা দাবি করেছেন, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে একটি নরম সীমান্ত তৈরি চেষ্টা করছেন। আদিল রাজার অভিযোগ, শাহবাজ শরীফের সরকার সম্পূর্ণভাবে ভারত সমর্থিত। এই সরকার মুক্ত বাণিজ্য ও দুই দেশের পাঞ্জাব প্রদেশের মধ্যে সম্পর্ক উন্নতির জন্য কাজ করছে।
এ কথা বলতে বলতে আচমকা আদিল জানান, ভারতের পাঞ্জাব প্রদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক উন্নতির জন্য পাকিস্তান যে গ্রেটার পাঞ্জাব মডেল তৈরি করছে তা শেহবাজ সরকারের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হতে পারে। কারণ অর্থনীতির দিক থেকে ভারত যথেষ্ট শক্তিশালী। সেখানে পাকিস্তানের অর্থনীতি একেবারে দুর্বল। কাজেই, পাকিস্তান ভারতের বিরুদ্ধে একমুহূর্তের জন্যও দাঁড়াতে পারবে না। তাদের অর্থনীতির আরও মুখ থুবড়ে পড়বে।
ভারতের ধারে কাছেও নেই পাকিস্তান?
সম্প্রতি এক বিবৃতিতে, পাকিস্তানের প্রাক্তন সেনা কর্মকর্তা দাবি করেছেন, পাকিস্তানের ‘গ্রেটার পাঞ্জাব’ মডেল, যা সিন্ধু (করাচি সহ), খাইবার পাখতুনখোয়া, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ভারতের মাধ্যমে নরম সীমানা এবং বাণিজ্য বৃদ্ধির অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে। আদিল জানান, পাকিস্তানের এই মডেল স্বদেশীদের জন্য যথেষ্ট সমস্যা হয়ে উঠবে! কারণ ভারত বর্তমানে যথেষ্ট শক্তিশালী দেশ।
তাদের অর্থনীতি 4 ট্রিলিয়ন ডলার ছুঁয়ে গিয়েছে। এদিকে পাকিস্তান প্রতি মুহূর্তে অর্থনৈতিক ভিত আগলে রাখার চেষ্টা করছে। একথা বলতে দ্বিধা নেই, ভারতের তুলনায় অর্থনৈতির নিরিখে পাকিস্তান কিছুই নয়। একাধিক বিদেশি ঋণ থেকে শুরু করে দেশজুড়ে দুর্নীতির মতো বিষয়গুলির কারণে পাকিস্তানের অর্থনীতি একেবারে তলানিতে ঠেকেছে।
আরও পড়ুন: ছিল না মাথা গোঁজার ঠাঁই, ৩০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি পূর্ব বর্ধমানের রাজমিস্ত্রি
কাজেই এই মডেলকে কাজে লাগানো পাক সরকারের তরফে কার্যত অসম্ভব। যেখানে ভারতের প্রযুক্তিগত ভিত্তি অনেক উন্নত সেই পর্যায়ে দাঁড়িয়ে, অর্থনীতির দিক থেকে ভারতের মুখাপেক্ষী হওয়ার কোনও সুযোগ নেই পাকিস্তানের। এদিন আদিল যোগ করেন, স্যাটেলাইট রাষ্ট্র হয়ে উঠতে ভারতের আর খুব একটা বেশি সময় লাগবে না। ভারতের অর্থনৈতিক দাস হবে পাকিস্তান! গ্রেটার পাঞ্জাব নিয়ে বিস্ফোরক প্রাক্তন পাক সেনাকর্তা অর্থনীতিতে ভারতের নখের যোগ্য নয় পাকিস্তান! শেহবাজের গ্রেটার পাঞ্জাব মডেল নিয়ে বিস্ফোরক প্রাক্তন পাক সেনা বার্তা
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |