Indiahood-nabobarsho

জোর ঝটকা! ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই পাকিস্তানের পাশ থেকে সরে দাঁড়াল চিন

Published on:

Pakistan will not have China on its side if it goes to war against India!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের শক্তিকে পুঁজি করে ভারতের বিরুদ্ধে বড় বড় বাতেলা! চিনা অস্ত্র ব্যবহার করে ভারতের বিরুদ্ধে আক্রমণ শানানোর আশা রয়ে গেল আশাতেই! প্রতিবেশীর সাথে যুদ্ধে পাকিস্তানকে (Pakistan) সাহায্য তো দূর অস্ত, আগেভাগে চিনা অস্ত্রশস্ত্র ব্যবহারে একপ্রকার নিষেধাজ্ঞা দিয়ে রাখলো জিনপিংয়ের দেশ!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর তাতেই ভারতের বিরুদ্ধে বুলি ছোটানোর ফল ভোগ করছে পাকিস্তান! মাথার ওপর থেকে অভিভাবকের হাত সরে যাওয়ায় যুদ্ধক্ষেত্রে যে একেবারে মাঠে মারা পড়তে হবে সে কথা হয়তো বুঝেই গিয়েছে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা।

ভারতের বিরুদ্ধে যুদ্ধে চিনকে পাশে পাবেনা পাকিস্তান!

পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় আঙুল উঠেছে পাকিস্তানের দিকেই। শুধু যে ভারত তেমনটা নয়, বিশ্বের একাধিক দেশের সন্দেহের তালিকায় নিজের জায়গা একেবারে শক্ত হাতে ধরে রেখেছে ইসলামাবাদ। তা জানা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে বড় বড় হুমকি ছুঁড়ছে সে দেশের প্রধানরা। সম্প্রতি, পাক মিলিটারি অ্যাকাডেমিতে বক্তব্য রাখতে গিয়ে, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এছাড়াও ক্যাবিনেট মন্ত্রীদের একাংশ সিন্ধু নদীতে ভারতীয়দের রক্ত বইয়ে দেওয়া ও পরমাণু হামলার হুমকি দিয়ে যাচ্ছেন অহরহ। এমতাবস্থায়, যাঁর হাত কাঁধে রেখে পাকিস্তানের বাড়াবাড়ন্ত সেই চিনই জানিয়ে দিয়েছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ হলে কোনও রকম চিনা অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারবে না পাকিস্তান। খোঁজ নিয়ে জানা গেল, চিনের তরফে পাওয়া JF-10, JF-17 দুই উচ্চ ক্ষমতাশালী যুদ্ধবিমান যা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার অন্যতম ভরসা, এবার সেই দুই যুদ্ধবিমানেই নিষেধাজ্ঞা জারি করেছে ড্রাগনের দেশ!

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের প্রতিশোধ নিল মোহনবাগান, সেমিতে সবুজ মেরুনের প্রতিপক্ষ কে?

এছাড়াও, সূত্রের খবর, যুদ্ধের প্রস্তুতি হিসেবে চিনের কাছ থেকে যে সাবমেরিন অর্ডার দেওয়া হয়েছিল, তাও নাকি পাকিস্তানে ডেলিভারি করেনি জিনপিংয়ের দেশ। ফলত, চিনের সাহায্য ছাড়া একেবারে নাকাল অবস্থা পাকিস্তানের! প্রতিবেশী ওরফে অভিভাবক চিনের সহায়তার কথা ভুলে গিয়েই পুরনো অস্ত্রশস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে লড়তে হবে শেহবাজ শরীফদের। আর তার ফলাফল কেমন হতে পারে, সেটা আন্দাজ করতে পারছেন অনেকেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group