পাকিস্তানি সেনার উপর ভয়াবহ হামলা BLA-র, নিহত ৩৯ জওয়ান

Published on:

Pakistani Army Attack

সৌভিক মুখার্জী, কলকাতা: সন্ত্রাসের দেশের বালুচিস্তান যেন রীতিমতো এক যুদ্ধক্ষেত্রের রূপ নিয়েছে! বুধবার একের পর এক ভয়াবহ হামলায় (Pakistani Army Attack) কেঁপে উঠেছে গোটা বালুচিস্তান! হ্যাঁ, বালোচ লিবারেশন আর্মি (BLA) এবং বালোচ লিবারেশন ফ্রন্ট (BLF) মিলে মোট 39 জন পাকিস্তানি সেনার প্রাণহানি ঘটিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। যদিও সরকারি সূত্রে মৃত্যুর সংখ্যা নিয়ে এখনো রয়ে গিয়েছে ধোঁয়াশা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফতেহ স্কোয়াডের হামলায় মৃত্যু হল 39 জন সেনার

16 জুলাই, বুধবার বালুচিস্তানের কালাত জেলার নিমরাগ ক্রস এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে BLA-র ফতেও স্কোয়াড। DNA-র একটি রিপোর্ট অনুযায়ী, এক সামরিক বাস যেটি করাচি থেকে কোয়েটার দিকে যাচ্ছিল, সেটিকে নিশানা করাই বিস্ফোরণ ঘটানো হয়। আর এই হামলায় 29 জন পাকিস্তানি সেনার প্রাণ গিয়েছে বলে দাবী করছে BLA।

শুধু তাই নয়, আরও অনেকে গুরুতর জখম হয়েছেন। তবে বাসটিতে বেসামরিক কাওয়ালি শিল্পীরাও ছিল। কিন্তু তাদের লক্ষ্য করা হয়নি বলেই দাবি করা হচ্ছে। এ বিষয়ে BLA-র মুখপাত্র জিয়ন্দ বালোচ হুঁশিয়ারি দিয়েছেন, সাধারণ নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, যেন তারা ভবিষ্যতে সেনা কনভয়ের কাছাকাছি না থাকে। আমাদের যুদ্ধ পাকিস্তানের দখলদারিদের বিরোধী, বেসামরিক মানুষের বিরুদ্ধে নয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও দুই হামলায় নিহত 10 সেনা

তবে একই দিনে আরও একটি বিস্ফোরণ ঘটেছে কোয়েটার হাজর গঞ্জি এলাকায়। এখানে IED বিস্ফোরণে মৃত্যু হয়েছে দুইজন সেনার এবং আহত হয়েছে আরও অন্তত সাতজন। অন্যদিকে পৃথকভাবে BLF জানিয়েছে, তারা 15 এবং 16 জুলাই দুই দিন দুটি বিরাট হামলা চালিয়েছে।

হ্যাঁ, 15 জুলাই কোয়েটা-করাচি রোডে এক সামরিক গাড়িকে লক্ষ্য করে রিমোট কন্ট্রোল IED বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে খবর। আর সেখানে চারজন সেনার মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে দুইজন। পাশাপাশি 16 জুলাই আউয়ারান ঝাউ জেলায় হামলা চালিয়ে 6 জন সেনাকে হত্যা করা হয়েছে বলে সূত্র মারফৎ খবর। এমনকি নিহতদের মধ্যে একজন পাকিস্তান সেনার মেজর পদে কর্মরত রয়েছেন।

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় সাহেব ভট্টাচার্যর ভাইরাল ভিডিও, আপত্তিকর অবস্থায় অভিনেতা!

পাকিস্তানি সেনার স্বীকারোক্তি

তবে পাকিস্তানি সেনাবাহিনী প্রাথমিকভাবে এই সংঘর্ষ এবং বিস্ফোরণের ঘটনার স্বীকার করেছে। কিন্তু তারা নিহত সেনাদের আসল সংখ্যা এখনও প্রকাশ করেনি। বেশ কয়েকজন বিশেষজ্ঞ মনে করছে যে, আসল মৃত্যুর সংখ্যা হয়তো BLA-র দাবির কাছাকাছি যেতে পারে। এক কথায় বালুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর উপর চাপ দিনের পর দিন বেড়েই চলেছে। এখন দেখার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group