যেই F-16 নিয়ে গর্ব করছিল পাকিস্তান, তার এমন অবস্থা করল রাশিয়া! আতঙ্কে আমেরিকাও

Published on:

Pakistan F-16

সৌভিক মুখার্জী, কলকাতা: যে F-16-কে পাকিস্তান (Pakistan F-16) নিজেদের গর্ব বলে মনে করে, এখন রাশিয়াতে সেই F-16 দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে! হ্যাঁ, এই ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া এক প্রকার কড়া বার্তা ছাড়ল যে, আমেরিকার সেরা প্রযুক্তি কখনো তাদের এলাকায় ঢুকতে পারবে না। আর এই বার্তা শুধুমাত্র ইউক্রেনের জন্য নয়, বরং সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যেই ছোড়া হয়েছে বলে বেশ কয়েকটি সূত্র দাবি করছে। 

পাকিস্তানের F-16 গুঁড়িয়ে গেল রাশিয়ার মাটিতে

আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভরসা। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেন সন্ত্রাসের দেশের সেই ভরসায় এক হাত নিয়েছে। হ্যাঁ, 2024 সালের আগস্ট মাসে রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের একটি F-16 বিমান ভেঙে পড়েছিল, যেখানে পাইলট পর্যন্ত নিহত হন। 

আর এরপর 2025 সালের এপ্রিলেও এমন একটি ঘটনার সাক্ষী থাকলো গোটা বিশ্ব। যেখানে আরও একটি F-16 ধ্বংস হয়ে পাইলটের মৃত্যু ঘটেছে। আর এই ঘটনার পর রাশিয়া গর্বের সঙ্গে হুঁশিয়ারি ছাড়ছে যে, আমরাই গুঁড়িয়ে দিয়েছি পাকিস্তানের গর্বকে।

রাশিয়া সেনাদের দেওয়া হচ্ছে পুরস্কার

সবথেকে বড় ব্যাপার, এই সাফল্যে রাশিয়ার সেনাদের বিরাট অংকের পুরস্কার দেওয়া হচ্ছে। হ্যাঁ, রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরের এক কোম্পানি Foress, যারা মূলত তেল বা গ্যাস খাতে যন্ত্রপাতি তৈরি করে, এবার তারা যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সাফল্য ভিন্নভাবে উদযাপন করছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

সূত্রের খবর, কোম্পানিটি সম্প্রতি 12 জন সৈনিকের হাতে মোট 1.62 কোটি টাকা পুরস্কার তুলে দিয়েছে, যারা F-16 ধ্বংসের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এই অনুষ্ঠানের ছবি সামনে আসলেও সৈনিকদের মুখ ঝাপসা করে রাখা হয়।

পাকিস্তানের অস্ত্র ধ্বংস মানেই পুরস্কার

Foress কোম্পানি গত কয়েক বছর ধরেই বিরাট উদ্যোগ নিয়েছে। যুদ্ধক্ষেত্রে পশ্চিম দিকের দেশের অস্ত্র ধ্বংস করলেই মিলছে নগদ পুরস্কার। হ্যাঁ, আমেরিকার Abrams ট্যাঙ্ক ধ্বংসের জন্য 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে, জার্মানির Leopard-2 ট্যাঙ্ক ধ্বংসের জন্য দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার, এমনকি এখন যুদ্ধবিমান ধ্বংসের জন্যও কোটি কোটি টাকা পুরষ্কার দেওয়া হয়েছে।। রিপোর্ট বলছে, তারা 2023 সাল থেকে মোট 5.24 কোটি টাকা পুরস্কার ইতিমধ্যেই বিলিয়েছে।

আরও পড়ুনঃ ভারতের ভয়ে আফগানিস্তানের পায়ে পড়ল পাকিস্তান, নয়া চাল ইসলামাবাদের

পুতিনের বার্তা

এবার অনেকে মনে করছে, রাশিয়ার এই পদক্ষেপ এবং সৈনিকদের পুরস্কার দেওয়ার পিছনে কিছু সামরিক কারসাজি রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেখানে বারবার বলছেন যে, আমেরিকাকে সুপার পাওয়ার করে তুলবেন, সেখানে পুতিন হাসির ভঙ্গিতে বলেছেন, তোমাদের প্রযুক্তি নিয়ে এসো, আমরা আমাদের মাটিতে নামিয়ে আনব আর গুঁড়িয়ে দেবো।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥