সৌভিক মুখার্জী, কলকাতা: লাহোর থেকে করাচি (Karachi) যাওয়ার পরিকল্পনা নিয়েছিল শাহজাইন! তবে বাস্তবে যা ঘটলো, জানলে চমকে উঠবেন! বিমানে উঠে তিনি পাড়ি দিয়ে ফেললেন সৌদি আরবের জেদ্দায়! অবাক লাগলেও এক্কেবারে সত্যি ঘটনা! আর এই চরম ভুলের পেছনে রয়েছে বেসরকারি এয়ারলাইন্সের গাফিলতি! তবে আসল ঘটনাটি ঠিক কী ঘটেছিল?
কীভাবে ঘটল এই ঘটনা?
ঘটনার সূত্রপাত পাকিস্তানের লাহোর বিমানবন্দরে। শাহজাইন নামের এক যাত্রী করাচি যাওয়ার টিকিট হাতে নিয়ে ডোমেস্টিক টার্মিনালে পৌঁছেছিলেন। আর সেখানে পাশাপাশি দুটো বিমান দাঁড়িয়ে ছিল। একটা ছিল করাচি যাওয়ার ডোমেস্টিক ফ্লাইট, আর অপরটি আন্তর্জাতিক ফ্লাইট, যেটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল।
শাহজাইন জানিয়েছেন, তিনি নিজের বোর্ডিং পাস বিমান কর্মীদের যথাযথভাবে দেখিয়ে অনুমতি নিয়েই বিমানে উঠেছিলেন। এমনকি কেউ তাকে জানায়নি যে তিনি ভুল ফ্লাইটে উঠে পড়েছেন। সবথেকে বড় ব্যাপার, বিমানে ওঠার পর তার সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। তবে 2 ঘণ্টা কেটে গেলে তার মনে প্রশ্ন জাগে যে, করাচি তো এত দূরে নয়! আর তখনই শুরু হয় সন্দেহ।
আর এই সন্দেহ যখন সত্যি প্রমাণিত হয়, তখন অনেকটা সময় কেটে গিয়েছে। হ্যাঁ, যখন তিনি জানতে পারেন যে বিমানটি করাচির নয়, বরং জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছে! তবে ঘটনাটি জানাজানি হতেই ক্রু সদস্যরা বিপাকে পড়ে যান, আর শাহজাইনকেই দায়ী করতে থাকেন।
ফেরার জন্য অপেক্ষা করতে হয় তিন দিন
তবে জেদ্দা পৌঁছে শাহজাইনকে জানানো হয় যে, তাকে ফিরিয়ে আনার জন্য দুই থেকে তিন দিন সময় লাগবে। কারণ তার কাছে ভিসা বা পাসপোর্ট কিছুই ছিল না। তিনি বলেন, আমি তখনই জানিয়েছিলাম যে, আমি সম্পূর্ণভাবে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। আমার কোনোরকম দোষ নেই। আমি টিকিট কেটেই ফ্লাইটে উঠেছি।
উল্লেখ্য, শাহজাইন এখন এয়ারলাইন্সের বিরুদ্ধে আইনি অফিসে পাঠিয়েছেন। তিনি দাবি করছেন, এয়ারলাইন্সের গাফিলতির কারণেই তিনি মানসিক এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি দাবি করেছেন, কোনও ডকুমেন্ট ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী উঠছে, এটা কীভাবে সম্ভব? বোর্ডিং পাস দেখেও আমাকে কেউ থামায়নি।
পাশাপাশি এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে পাকিস্তানের এভিয়েশন মহলে। লাহোর বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে ইতিমধ্যে এয়ারলাইন্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এখন ঘটনাটির জোরকদমে তদন্ত চলছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |