শ্বেতা মিত্র, কলকাতাঃ ভারতের শক্তি দেখে নতুন করে যেন রীতিমতো কেঁপে গেল পাকিস্তান। এমনিতে যত সময় এগোচ্ছে ততই জল, স্থল এবং আকাশে নিজেদের আরও শক্তিশালী করছে ভারত। বিগত কয়েক মাসে নিজেদের অস্ত্র ভান্ডারকে আরও শক্তিশালী করছে। এদিকে সম্প্রতি একের পর এক সাবমেরিন কিনে শত্রু দেশগুলির বুকে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ভারত চুপিসারে এমন অনেক কাজ করছে যা শত্রু দেশগুলির মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে।
গত সপ্তাহে ভারত নিজেদের চতুর্থ পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (SSBN) সাবমেরিন সাগরে লঞ্চ করেছে। এটিকে ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেটা বলাই বাহুল্য।
পারমাণবিক সাবমেরিন লঞ্চ ভারতের
গত ১৬ অক্টোবর লঞ্চ হওয়া এসএসবিএনের কোড নাম S4*। এটি পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, যেটির রেঞ্জ কিনা ৩৫০০ কিলোমিটার। এদিকে ভারতের এই নতুন শক্তি দেখে ঢোক গিলছে পাকিস্তান। ভারতের এই পারমাণবিক সাবমেরিন লঞ্চ করার ব্যাপারটিকে পাকিস্তান মোটেও ভালো চোখে দেখছে না বলে মনে করা হচ্ছে। এবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন পাকিস্তান নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার। এর পাশাপাশি পাকিস্তান নৌবাহিনীর পরিকল্পনাও ফাঁস করেছেন তিনি।
ভারতের পারমাণবিক সাবমেরিন লঞ্চ, প্রতিক্রিয়া পাকিস্তানের
পাকিস্তানের প্রাক্তন কমান্ডার সাজিদ শাহজাদ ভারতের পরমাণু শক্তিচালিত সাবমেরিনের ক্ষমতা স্বীকার করে পাকিস্তান নৌবাহিনীর এ ধরনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। পাকিস্তানের এই প্রাক্তন পাক সেনা কর্তাকে পাকিস্তানে পরমাণু সাবমেরিন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘পাকিস্তানের নিজস্ব পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির কোনো পরিকল্পনা নেই।’ সেইসঙ্গে সাবমেরিন লঞ্চ করা নিয়ে ভারতকে কটাক্ষ করতেও ছাড়েন নি তিনি। পাক নৌবাহিনীর প্রাক্তন এই আধিকারিক বলেন, ‘আমার মনে হয় এর প্রয়োজন নেই। পারমাণবিক সাবমেরিন কয়েক মাস জলের নিচে থাকতে হয়, যেখানে প্রচলিত সাবমেরিনকে প্রতি ১২-১৪ ঘণ্টা পর পর আসতে হয়।’
সাজিদ শাহজাদ বলেন, ‘আমি সব সময় বলি, আমরা স্থলে প্রচুর বিধ্বংসী অস্ত্র মজুদ করেছি। বড় বড় যুদ্ধ হয়েছে। সমুদ্রকে তো ছেড়ে দাও। জাহাজ চলে, বাণিজ্য হয় সারা বিশ্বে। আমরাও সেখানে যুদ্ধে যেতে চাই। সেখানেও আমরা অস্ত্র প্রতিযোগিতায় শামিল হতে চাই, একে অপরের বিরুদ্ধে লড়াই করতে চাই।’
ভারতের শক্তি বাড়ল ৫ গুণ
পাকিস্তানের প্রাক্তন এই নৌসেনা কর্তার মতে, তুলনা করলে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের নৌবাহিনীর চেয়ে পাঁচগুণ বড়। কিন্তু ভারতের এত বড় নৌবাহিনী থাকার দরকার নেই। তিনি বলেন, ভারত নিজেকে বিশ্বের পরাশক্তি হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে, তাই সেনাবাহিনীর আধুনিকীকরণের জন্য যাচ্ছে তাই টাকা খরচ করছে।