পার্থ সারথি মান্না, কলকাতাঃ সাম্প্রদায়িক হিংসার জেরে তোলপাড় প্রতিবেশ দেশ পাকিস্তান (Pakistan)। জানা যাচ্ছে, খাইবার পাখতুনখোয়ার বাগান বাজারে শিয়া ও সুন্নিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। জানা যাচ্ছে শুক্রবার রাতেই বাড়ি ঘর পোড়ানো থেকে শুরু করে হত্যা পর্যন্ত করা হয়েছে। গোটা ঘটনায় এপর্যন্ত মোট ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
শিয়া ও সুন্নিদের মাঝে সংঘর্ষ
গতকাল অর্থাৎ শুক্রবার রাতেই সংঘর্ষ চরমে ওঠে। শিয়া মুসলিমরা সুন্নিদের উপর চড়াও হন। এরপর তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এমনকি পাকিস্তানের পতাকা নামিয়ে তার বদলে নিজেদের পতাকা টাঙানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই সম্পূর্ণ এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
মৃত ৪৭, জারি কারফিউ
যেমনটা জানা যাচ্ছে, শুক্রবার আফগানিস্তান সীমান্তের এই এলাকায় হাজার হাজার শিয়া মুসলমানের রাস্তায় নামে। প্রায় ২০০ গাড়ির একটি কনভয় বিশাল পরিমাণে অস্ত্র নিয়ে হামলা চালায়। যার জেরেই রাতেই ২০ জনের মৃত্যুর খবর মিলেছিল। পরবর্তীকালে জানা যাচ্ছে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ ও আহতের সংখ্যা শতাধিক। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাগান বাজার এলাকায় একদিকে যেমন কারফিউ জারি করা হয়েছে তেমনি মোবাইল পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয়দের তরফ থেকে জানা যাচ্ছে, হামলা চালু হলে সুন্নি মুসলিমেরাও চারিদিক থেকে গুলি চালাতে শুরু করে। এর ফলে সংঘর্ষের তীব্রতা আরও বেড়ে যায়। প্রায় ৩০ মিনিট ধরে এই গোলাগুলি চলে যার ফলে ১৬ জন আহত ও ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। অবশ্য এমন সাম্প্রদায়িক হিংসার ঘটনা এই প্রথম নয়, এর আগে জুলাই ও সেপ্টেম্বর মাসেও একই ধরণের সংঘর্ষের খবর মিলেছিল।
বর্তমান পরিস্থিতি
শুক্রবারের তীব্র সংঘর্ষ ও মৃত্যুমিছিলের পর সমগ্র এলাকায় ব্যাপক উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাম্প্রদায়িক হিংসা যাতে আর ছড়িয়ে পড়তে না পারে তার জন্য মোবাইল পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে সুন্নিদের হামলায় শিয়াদের যে সদস্যরা মারা যান তাদের কবর দেওয়ার পর ফের উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি শিয়ারা পাকিস্তানি সেনার আউট পোস্টে আগুন পর্যন্ত লাগিয়ে দেয়।