৫ টাকার Parle-G ২৪০০ টাকা! গাজায় পেঁয়াজের দাম জানলে পিলে চমকে যাবে! রইল তালিকা

Published on:

Parle G biscuits worth 5 rupees are being sold for 2400 taka in Gaza

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার ঈদের সকালে যেখানে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে দামি শাকসবজি, মাছ মাংস থেকে শুরু করে ফলমূল কিনে উৎসব উদযাপন করছেন ইসলাম ধর্মালম্বীরা, ঠিক সেই পর্বে দাঁড়িয়ে গাজার (Gaza) অবস্থা চোখে জল আনবে।

এদিন প্রিয়জনকে উপহার দেওয়া তো দূর, বরং দুমুঠো খাবার খুঁজতে নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল ইজরায়েলের আঘাতে প্রায় ধ্বংসপ্রাপ্ত গাজার বাসিন্দাদের।

জানলে চমকে যাবেন, এখানে ৫ টাকার যে Parle-G অনেকেই এড়িয়ে চলেন, গাজায় সেই বিস্কুটের এক প্যাকেটের দাম 2400 টাকা! ভাবতে পারছেন? শুধু তাই নয়, গাজায় শাকসবজি, আনাজ পত্রের দাম জানলে আকাশ থেকে পড়বেন!

গাজার বাজারে আকাশছোঁয়া দ্রব্যমূল্য

ঈদের দিন নামাজ পড়ার মসজিদ টুকুও পাননি গাজাবাসী। কেননা সে সবই ইজরায়েলের ভয়ঙ্কর সব মিসাইলের আঘাতে গুঁড়িয়ে গিয়েছে। তবে নামাজ পড়বেন কী করে! খালি পেটে তো আর ঈশ্বর জপ হয় না! বর্তমানে গাজার যা অবস্থা তাতে আর কিছুদিনের মধ্যেই না খেতে পেয়ে অকালে ঝরবে বহু প্রাণ!

সূত্রের খবর, বর্তমানে ত্রাণ সামগ্রী বিলি বন্ধ করে দিয়েছে বহু পরোপকারী সংস্থা। এদিকে গাজার বাজার থেকে খাবার কিনে খাওয়ার উপায় নেই, কেননা, সেসবের দাম এখন গগনচুম্বি।

এক নজরে গাজার বাজারে বিভিন্ন পণ্যের দাম

বর্তমানে গাজায় দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া। সেই সূত্রে বলে রাখি, গাজার বাজারে বর্তমানে 1 লিটার তেলের দাম 170 ইজরায়েলি শেকেল, ভারতীয় মুদ্রায় যা প্রায় 4,177 টাকার সমান। একইভাবে গাজায় 1 কেজি চিনি ভারতীয় মুদ্রায় 4914 টাকায়।

অবশ্যই পড়ুন: চার-ছয়ে মাঠ কাঁপাচ্ছেন ১৪ বছরের বালক! টেস্টের আগেই বৈভব সূর্যবংশীর ভয়ে ঘুম উড়েছে ইংল্যান্ডের

পাশাপাশি 1 কেজি গুড়ো দুধ পাওয়া যাচ্ছে 860 টাকায়, 1 কেজি ময়দার দাম 1474 টাকা, সবচেয়ে কম দামি 1 কেজি নুনের দাম 491 টাকা, হাঁসের মাংস বিক্রি হচ্ছে 737 টাকা কেজি দরে।

ওদিকে টমেটো বিক্রি হচ্ছে 1,106 টাকা কেজিতে, পেয়াঁজ বিক্রি হচ্ছে 4,423 টাকা কিলো দরে। একই সাথে, গাজায় 1 কেজি আলুর দাম বর্তমানে 1,966 টাকা, 1 কেজি বেগুনের দাম 860 টাকা, 1 বাক্স ছাগলের মাংস বিক্রি হচ্ছে 4,914 টাকায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় গাজায় নাকি 1 প্যাকেট 5 টাকার Parle-G বিস্কুট পাওয়া যাচ্ছে 2400 টাকায়।

সঙ্গে থাকুন ➥