৪ টাকা দাম কমল ডিজেলের, পেট্রোলের দরেও স্বস্তি, বিরাট খুশি জনগণ

Published on:

petrol diesel price

সৌভিক মুখার্জ, কলকাতা: নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্রমাগত মূল্যবৃদ্ধি নিন্ম-মধ্যবিত্ত মানুষের পকেটে এখন সরাসরি আঘাত হানছে। শুধু তাই নয়, মূল্যবৃদ্ধির কারণে এখন সাধারণ মানুষের জীবনযাত্রা কার্যত দুর্বিষহ হয়ে পড়েছে। বিশেষ করে পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price) সাম্প্রতিক সময় এতটাই বেড়েছে যা সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটে প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে জ্বালানির দামের পরিবর্তন সাধারণ মানুষের জন্যে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে দীর্ঘ অপেক্ষার পর এখন সাধারণ মানুষের জন্য একটি সস্তির খবর এসেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পরিবর্তন হওয়ার কারণে পেট্রোল এবং ডিজেলের দাম কিছুটা কমেছে। বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে বড়সড় ছাড় পাওয়া যাচ্ছে, যা পরিবহণ এবং ব্যবসায়িক ক্ষেত্রে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে।

আজকের পেট্রোল এবং ডিজেলের নতুন দাম | Today Petrol and Diesel Price |

সরকারি সূত্রের খবর অনুযায়ী, ডিজেলের দাম আগের থেকে ৪ টাকা কমানো হয়েছে। যার ফলে ১ লিটার ডিজেলের দাম আগের তুলনায় অনেকটাই কমেছে। অন্যদিকে পেট্রোলের দাম ১ টাকা কমেছে প্রতি লিটারে। ফলে গাড়ি চালক এবং সাধারন মানুষ এবার কিছুটা স্বস্তি পাবেন। শুধু এখানেই শেষ নয়। কেরোসিনের দামও ৩.২০ টাকা কমেছে প্রতি লিটারে এবং লাইট ডিজেলের দাম কার্যত ৫.২৫ টাকা কমে গেছে প্রতি লিটারে।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরিবর্তন 

গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করছে। শুক্রবার অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছিল। তবে শনিবার আবারও দাম পড়ে গেছে। বর্তমানে WTI ক্রুড অয়েলের দাম ০.৭৭% কমে ব্যারেল প্রতি ৭০.৭৪ মার্কিন ডলারে পৌঁছেছে এবং Brent ক্রুড অয়েলের দাম ০.৩৭% কমে ব্যারেল প্রতি ৭৪.৭৪ মার্কিন ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তেলের এই মূল্য পতন যদি অব্যাহত থাকে তাহলে আগামী দিনে জ্বালানির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কোথায় দাম পরিবর্তন হয়েছে?

আপনাদের জানিয়ে রাখি, এই দাম পরিবর্তন ভারতে হয়নি। এই দাম পরিবর্তনের ঘটনা এসেছে পাকিস্তানের অর্থমন্ত্রকের পক্ষ থেকে। সরকারের নির্দেশিকা অনুযায়ী, ডিজেলের দাম ৪ টাকা কমে ২৬৩.৯৫ টাকা প্রতি লিটার করা হয়েছে। একই সঙ্গে পেট্রোলের দাম ১ টাকা কমিয়ে ২৫৬.১৩ টাকা প্রতি লিটার করা হয়েছে।

আরও পড়ুনঃ ১৫০ মিটার বেঁটে হল এভারেস্ট, বিজ্ঞানীদের গবেষণায় চিন্তা বাড়ল ভারতের

জ্বালানির এই মূল্য হ্রাসের ফলে বাস-ট্রাক মালিকরা এখন খুশিতে আত্মহারা। বিশেষ করে যাত্রী এবং পণ্য পরিবহনের খরচ কমে গেলে বাজারে কিছুটা স্থিতিশীলতা আসতে পারে। ফলে আগামী দিনে জ্বালানির দামে আরও পরিবর্তন হবে কিনা সেটাই এখন দেখার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥