প্রীতি পোদ্দার, ইসলামাবাদ: ইরান এবং ইজরায়েলের সঙ্গে সংঘর্ষের আবহে বিপাকে পড়েছে পাকিস্তান! একধাক্কায় হুহু করে বেড়েই চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol Price Hike In Pakistan)। বিপাকে পড়েছে সেখানকার জনগণ। যার দরুন একদিকে যেমন চাপ পড়ছে অর্থনীতি ব্যবস্থার, ঠিক তেমনই অন্যদিকে প্রশ্ন উঠছে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা ক্ষেত্রে! যা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে বিশ্ব রাজনীতিতে।
অনেকটাই বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
ইরান-ইজরায়েল সংঘাতের জেরে অপরিশোধিত তেলের দামে আগুন লেগেছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 75 ডলারের উপরে চলে গিয়েছে। এরই মধ্যে বিপাকে পড়েছে পাকিস্তানের জনগণ। গত রবিবার রাতে পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এর তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকার নিয়ন্ত্রিত ‘তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ’ লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে 7 টাকা 95 পয়সা এবং 4 টাকা 80 পয়সা বাড়িয়েছে।
ইজরায়েল-ইরান সংঘর্ষের তিন দিনের মাথায়, এই মূল্যবৃদ্ধির কথা জানানো হয়েছে। তা ছাড়া হাইস্পিড ডিজেলের দাম লিটার প্রতি 254 টাকা 64 পয়সা থেকে বেড়ে 265 টাকা 59 পয়সা হয়েছে। একদিকে, পাকিস্তান সরকার তাদের খরচ মেটাতে বিশ্বের কাছ থেকে ঋণ চাইছে এবং অন্যদিকে, ঋণের সুদ পরিশোধের জন্য দেশের জনগণের থেকে অর্থ সংগ্রহ শুরু করেছে।
ঋণ পরিশোধ করতে জনগণের উপর চাপ
বিশেষজ্ঞরা মনে করছে ডিজেলের দাম বৃদ্ধির কারণে ক্ষেতে সেচ এবং কৃষিকাজ ধীরে ধীরে হ্রাস পাবে। যার সরাসরি প্রভাব মুদ্রাস্ফীতির উপর পড়বে এবং মানুষের জন্য খাদ্যদ্রব্যের দামও তখন আরও ব্যয়বহুল হয়ে উঠবে। সূত্রের খবর, পাক সরকারের এইরূপ সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে আইএমএফ কর্তৃক পাকিস্তানকে দেওয়া সাম্প্রতিক ঋণ।
এই ঋণ পাকিস্তানের উপর অনেক শর্ত আরোপ করেছে। এই শর্তে, পাকিস্তানের জন্য ঋণের একটি নির্দিষ্ট অংশ পরিশোধ করা অপরিহার্য হয়ে পড়েছে। তাই এই অর্থ প্রদানের জন্য, পাকিস্তান সরকারের একটি বিশাল পরিমাণ অর্থের বোঝা চাপিয়েছে জনগণের কাছে।
পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিত ভারতে
অন্যান্য ভারতীয় তেল বিপণন সংস্থাগুলিও পেট্রোল ও ডিজেলের নতুন দাম আপডেট করেছে। অপরিশোধিত তেলের দাম বাড়লেও ভারতে পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে পেট্রোলের দাম 101.84 টাকা এবং ডিজেলের দাম 89.07 টাকা হয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড আগস্ট ফিউচারের দাম 1.37 শতাংশ বেড়ে ব্যারেল প্রতি 75.25 ডলারে দাঁড়িয়েছে।
পাশাপাশি ডব্লিউটিআইয়ের জুলাই ফিউচার 1.38% বেড়ে ব্যারেল প্রতি 73.99 ডলারে দাঁড়িয়েছে। জানা গিয়েছে ভারতে সবচেয়ে সস্তায় পেট্রোল বিক্রি হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে। সেখানে পেট্রোলের রেট প্রতি লিটারে 82.46 টাকা।
আরও পড়ুন: G7-এর সদস্য নয়, কিন্তু তাও কেন বারবার ডাক পায় ভারত? জেনে নিন লুকিয়ে থাকা সত্য
শুধু তাই নয়, ইন্ডিয়ান অয়েল ভারতের সবচেয়ে সস্তা ডিজেল বিক্রি করছে পোর্ট ব্লেয়ারে। যেখানে রেট প্রতি লিটারে 78.05 টাকা হয়েছে। এরপর তালিকায় আছে অরুণাচল প্রদেশের ইটানগর। সেখানে পেট্রোলের রেট 90.87 টাকা এবং ডিজেলের রেট 80.38 টাকা। এছাড়াও দমন ও দিউ, হরিদ্বার, রুদ্রপুর, দেরাদুন, নৈনিতাল, চণ্ডীগড় ইত্যাদি নানা জায়গায় কম রেটে বিকোচ্ছে জ্বালানি। অন্যদিকে পাকিস্তানে মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং ক্ষুধার মাঝে পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে আরও অসহায় বোধ করছে জনগণ।