অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে বন্ধ সমস্ত পেট্রোল পাম্প! বিপাকে বাংলার মানুষ

Published on:

petrol pump north bengal bangladesh

শ্বেতা মিত্র, কলকাতা: ফের একবার সমস্যায় পড়তে চলেছেন বাংলার মানুষ। বিশেষ করে যাদের কাছে ব্যক্তিগত যানবাহন আছে তাঁদের সমস্যা হবে আপাতত। আসলে উত্তরবঙ্গের সব জায়গায় পেট্রোল পাম্প বন্ধ থাকবে। যে কারণে ব্যাপক হয়রানির আশঙ্কা করা হচ্ছে। পেট্রোলিয়াম ডিলার থেকে শুরু করে ডিস্ট্রিবিউটারদের আচমকা বনধ ডাকার কারণে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এক ধাক্কায় ১৬টি জায়গায় পেট্রোল পাম্প বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছেন সকলে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনের ওপর।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

বন্ধ একের পর এক পেট্রোল পাম্প

সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘আগাম নোটিশ’ ছাড়াই বেশ কয়েকটি পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

এসিকেও আকস্মিক এই ধর্মঘটের ফলে বুধবার এই অঞ্চলের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যায়, যার ফলে আন্তঃজেলা ও আঞ্চলিক পরিবহন বন্ধ হয়ে যায়। থমকে গিয়েছে একের পর এক গাড়ির চাকা। রংপুরে পেট্রোল পাম্প বন্ধ থাকায় শতাধিক মোটরসাইকেল ও গাড়ির মালিক জ্বালানি খুঁজতে হিমশিম খাচ্ছেন। একাধিক পেট্রোল পাম্পে গিয়েও খালি হাতে ফিরছেন।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

সমস্যায় সাধারণ জনতা

অনেক পেট্রোল পাম্প কর্মচারী দাবি করেছেন যে তারা ধর্মঘটের কারণ সম্পর্কে অবগত ছিলেন না এবং কেবল পাম্পগুলি বন্ধ রাখার জন্য মালিকদের নির্দেশ অনুসরণ করছিলেন। লালমনিরহাট থেকে আসা সরকারি কর্মচারী সালাহউদ্দিন হতাশা প্রকাশ করে বলেন, সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছেন সব বন্ধ।

তিনি বলেন, ‘আমি এখন লালমনিরহাট যেতে পারছি না। ভীষণ সমস্যায় আছি। আগাম নোটিশ ছাড়া পেট্রোল পাম্প বন্ধ করা অমানবিক।’ একইভাবে শাহজাহান নামে আরেক অফিস কর্মীও তার দুঃখের কথা শেয়ার করেন। তিনি জানান, সৈয়দপুর যাওয়ার পরিকল্পনা থাকলেও পেট্রোল পাম্প বন্ধ থাকায় তা করতে পারেননি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group