বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের সাথে বাড়তে থাকা উত্তেজনার পরিপেক্ষিতে আকাশ ক্ষমতা বাড়াচ্ছে ফিলিপাইন। আর সেই লক্ষ্য নিয়েই ড্রাগনের দেশকে ঠেকাতে ব্রহ্মোসের পর এবার ভারতের সাথে দ্বিতীয় বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চলেছে দেশটি। সূত্র বলছে, ফিলিপাইন ভারতের আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে আগ্রহ প্রকাশ করেছিল বহু আগেই।
সেই মতো নয়াদিল্লির সাথে চলতি এপ্রিলে চুক্তি হওয়ার কথা ছিল। খোঁজ নিয়ে জানা গেল, সেই চুক্তিতেই সীলমোহর দিতে চলেছে চিনের জাত শত্রু ফিলিপাইন। জানা গিয়েছে, খুব শীঘ্রই প্রায় 200 মিলিয়ন ডলারেরও বেশি মূল্য ব্যয় করে ভারতের কাছ থেকে আকাশ মিসাইল সিস্টেম কিনতে পারে ফিলিপাইন।
চিন্তায় বেজিং
দক্ষিণ চিন সাগরে ড্রাগনের দেশের সাথে পল্লা দিতে 373 মিলিয়ন ডলার খরচ করে দিল্লির কাছ থেকে ব্রহ্মোস মিসাইল কিনেছিল ফিলিপাইন। এবার একই লক্ষ্য নিয়ে, আকাশ শক্তি বাড়াতে ভারতের কাছ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র কিনতে খুব শীঘ্রই চুক্তি স্বাক্ষর করবে চিন শত্রু ফিলিপাইন।
সূত্র বলছে, দক্ষিন চিন সাগরে বেজিংকে আটকাতেই মূলত ব্রহ্মোসের পর দিল্লির সাথে দ্বিতীয় বড় চুক্তি করতে চলেছে ফিলিপাইন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূর্ব পরিকল্পিত এই চুক্তি একবার সম্পন্ন হয়ে গেলে জিনপিং সরকারের অস্বস্তি বাড়তে পারে।
আর্মেনিয়ার কাছে আকাশ ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে ভারত
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের হাত ধরে তৈরি হয় ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ ডিফেন্স সিস্টেম। এটি মূলত একটি সারফেস টু এয়ার মিসাইল, যা সাধারণত শত্রুকে চিহ্নিত করে 25 কিমি পর্যন্ত লক্ষ্যে বাঁধতে পারে। বলে রাখি, গত বছর ভারতের কাছ থেকে 230 মিলিয়ন ডলারে এই আকাশ ক্ষেপণাস্ত্রটি কিনেছিল আর্মেনিয়া।
অবশ্যই পড়ুন: ‘ভারত বিরোধী কার্যকলাপ আমাদের জমিতে নয়’, মোদীর সামনে প্রতিজ্ঞা শ্রীলঙ্কার রাষ্ট্রপতির
মনে করা হচ্ছে, ফিলিপাইনের ক্ষেত্রে বিনিময় অর্থের পরিমাণ অনেকটাই বাড়তে পারে। তবে আকাশ প্রতিরক্ষা বাড়াতে ভারতের কাছ থেকে ঠিক কটি ক্ষেপণাস্ত্র ও কত পরিমাণ সাজ সরঞ্জাম কেনা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত ফিলিপাইনের তরফে কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |