Indiahood-nabobarsho

ভারতের সাথে জুড়তে চেয়ে বিরাট পদক্ষেপ PoK-এ!

Published on:

PoK people stand against Pak terrorists and wants to merge with India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘PoK অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের মাটিকে আর সন্ত্রাস ছড়াতে পাকিস্তান সরকার ও সেনাদের ব্যবহার করতে দেব না।’ সম্প্রতি, ভারতের সাথে জুড়তে চেয়ে এমন আওয়াজই তুলেছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা (PoK People)। PoK জনগণের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কাশ্মীরের মাটিকে এখন থেকে আর ছায়া যুদ্ধ বা প্রক্সি ওয়ারের কবলে পড়তে দেওয়া যাবে না। পাকিস্তানের মর্জি মতো, এই মাটি আর ব্যবহার করতে দেবেন না বলেই সাফ জানিয়েছেন অঞ্চলটি বাসিন্দারা। এহেন আবহে PoK-এর বসবাসকারীদের এমন উদ্দ্যোগে কার্যত মাথায় হাত পড়েছে পাক জঙ্গিগোষ্ঠী থেকে শুরু করে সরকারের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতের সাথে জুড়তে চাইলেন PoK জনগণ

সাম্প্রতিক সময়ে পাক অধিকৃত কাশ্মীরে যে হারে জঙ্গিদের আনাগোনা বেড়ে চলেছে তাতে একপ্রকার অতিষ্ট হয়ে গিয়েছেন কাশ্মীরের জনগণ। এমতাবস্থায়, পাক সরকার ও সেনাবাহিনীর কুচুটে বুদ্ধি ফাঁস করে ভারতের সাথে জুড়তে চাইলেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা।

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাক কবলিত কাশ্মীরের বাসিন্দাদের এহেন পদক্ষেপে যথেষ্ট চাপে পড়েছে পাকিস্তানের জঙ্গি নেতা হাফিজ সৈয়দ, মাসুদ আজহাররা। জানা গিয়েছে, PoK বাসিন্দারা আচমকা বেঁকে বসায় ঘুম উড়েছে পাক প্রশাসনের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জঙ্গিদের বিরুদ্ধে বিরাট ঘোষণা

পাক অধিকৃত কাশ্মীরের রাজনীতিতে আওয়ামি অ্যাকশন কমিটির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এমতাবস্থায়, PoK জনগণের পর সংগঠনটির শীর্ষ নেতা সর্দার লিয়াকাত জঙ্গিদের বিরুদ্ধে বড় ঘোষণা দিয়েছেন। লিয়াকত জানিয়েছেন, পাক জঙ্গীগোষ্ঠী লস্কর-ই-তৈবা অথবা জইশ মহাম্মদের মতো নিষিদ্ধ সংগঠনগুলিকে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাওয়ালকোটে কোনও রকম বৈঠকের অনুমতি দেওয়া হবে না।

আর এই ঘোষণার পরই, ঘুম ভেঙেছে অনেকেরই। PoK জনগণদের একটা বড় অংশ জেগে উঠেছেন। তাঁদের দাবি, এবার থেকে আর কোনও পাক জঙ্গিকে শ্রদ্ধা জানাতে দেবেন না তারা। অভিজ্ঞ রাজনীতিবিদ থেকে শুরু করে বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভারতের সাথে সুসম্পর্ক গড়তে চাইছে PoK জনগণ।

অবশ্যই পড়ুন: জয় নিশ্চিত মোহনবাগানের! ফাইনালে ফিরছেন পুরনো সঙ্গী

প্রসঙ্গত, সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ PoK আমাদের। খুব শীঘ্রই ভারত সরকারের তরফে পাক অধিকৃত কাশ্মীরের মাটি পুনর্দখল করা হবে। বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর সন্ত্রাসবাদকে রুখে দিতে বড় পদক্ষেপ নিলেন PoK জনগণ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group