বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের রাজপথে নামল বিরাট পুলিশ বাহিনী (Police Drill In Bangladesh)। আচমকা দেশটির রাজধানী ঢাকার 142টি জায়গায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্মীদের দেখতে পাওয়া গিয়েছে বলেই জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম যুগান্তর। জানা যাচ্ছে, ওপার বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনেও মোতায়েন করা হয়েছে বিরাট সংখ্যক পুলিশ কর্মী। কিন্তু কেন? হঠাৎ কী হল ওপার বাংলায়? প্রতিবেদন অনুযায়ী, একযোগে বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বড় মহড়া চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
হঠাৎ কেন ঢাকা জুড়ে এমন বড় মহড়ার আয়োজন করল পুলিশ?
যুগান্তরের প্রতিবেদন বলছে, স্থানীয় সময় শনিবার বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত টানা এক ঘন্টা বাংলাদেশের রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ 142টি জায়গায় বিরাট মহড়া চালায় বাংলাদেশ পুলিশ। জানা গিয়েছে, ইউনূসের বাসভবনের পাশাপাশি বাংলাদেশের সচিবালয়, ঢাকার হাইকোর্ট, বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয় সহ ঢাকার বিভিন্ন স্থাপনার সামনে মহড়া চালিয়েছিল ওপার বাংলার পুলিশ কর্মীরা।
এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়েছে, ‘নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে শেষবারের মতো গত 5 আগস্ট একইভাবে সীমিত আকারে মহড়া অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়বারের মতো চললো পুলিশি মহড়া।’ এ নিয়ে বিস্তারিতভাবে জানাতে গিয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ- কমিশনার মহম্মদ তালেবুর রহমান বলেছেন, ‘এই মহড়া আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। মূলত জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্যই আমরা এটা করে থাকি। একে কুইক রেসপন্স মহড়াও বলা যায়।’
ঢাকা পুলিশের ওই উচ্চ পদস্থ আধিকারিকের দাবি, ‘শনিবার বিকেলে মহড়ায় অংশ নিয়েছিলেন ডিএমপির অফিসার সহ বিভিন্ন পদমর্যাদার মোট 7 হাজার পুলিশ সদস্য। স্থানীয় মানুষজন আমাদের এই মহড়ায় যথেষ্ট সহযোগিতা করেছে।’ এ বিষয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দাবি, ‘শুক্রবার রাতে ঢাকার কাকরাইল গির্জায় ককটেল নিক্ষেপ সহ ধানমন্ডি শঙ্কর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লিগের মশাল মিছিল এবং বিস্ফোরণের ঘটনায় রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়ানোর জন্যই এই মহড়া আয়োজন করা হয়েছিল।’
অবশ্যই পড়ুন: অন্ধকারে ISL-র ভবিষ্যৎ! ভারতীয় ফুটবলকে বাঁচাতে BCCI এর দ্বারস্থ ইস্টবেঙ্গল
উল্লেখ্য, ঢাকা পুলিশের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের রাজধানীর ডিএমপির আটটি বিভাগের মধ্যে তেজগাঁও এর 16টি, মিরপুরের 14টি, লালবাগে 15টি, রমনায় 34টি, গুলশানে 14টি, ওয়ারিতে 16টি, মতিঝিলে 17 এবং উত্তরার 16টি স্পট মিলিয়ে মোট 142টি জায়গায় মহড়া চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।












