দীর্ঘ লড়াই শেষ! ৮৮-তে প্রয়াত পোপ ফ্রান্সিস, ভ্যাটিক্যান জানাতেই শোকের ছায়া বিশ্বে

Published on:

Pope Francis

প্রীতি পোদ্দার, ভ্যাটিকান সিটি: প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস (Pope Francis)। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। আজ, সোমবার ভ্যাটিকানের একটি ভিডিয়ো বার্তায় তাঁর মৃত্যুর সংবাদ গোটা বিশ্ববাসীর কাছে জানানো হয়েছে। ২০২৩ সালের পর থেকে অনেকবার হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে। কিছু মাস আগে শ্বাসকষ্ট এবং ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। সম্প্রতি গুড ফ্রাইডে উপলক্ষ্যে কলোসিয়ামের প্রশেসনেও দেখা যায়নি তাঁকে। আর এর মাঝেই আজ এল মৃত্যুর খবর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ছড়িয়েছে বিশ্ব জুড়ে।

ভ্যাটিক্যানের বার্তা

ভ্যাটিক্যানের এক ভিডিয়ো বার্তায় জানানো হয়েছে যে আজ অর্থাৎ সোমবার স্থানীয় সময় অনুযায়ী সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিক্যানে পোপ ফ্রান্সিস এর নিজ বাসভবন কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ভ্যাটিক্যানের টেলিভিশন চ্যানেলে কার্ডিনাল কেভিন ফারেল বলেন, “গভীর দুঃখের সঙ্গে আমাকে আমাদের পবিত্র ফাদার ফ্রান্সিসের মৃত্যুর কথা ঘোষণা করতে হচ্ছে।” ২০১৩ সালে বেনেডিক্ট পদত্যাগ করার পর পোপ হয়েছিলেন ফ্রান্সিস। প্রায় ১২ বছর পোপ থাকাকালীন ভ্যাটিকানের আমলাতন্ত্রের বিরাট পরিবর্তন আনেন তিনি। শিক্ষার ক্ষেত্রে ব্যাপক প্রসার ঘটান। ৬৫টি দেশে ৪৭ বারের বেশি সফর করেছিলেন পোপ।

ইস্টার উপলক্ষে শুভেচ্ছাবার্তা পোপের

দীর্ঘদিন ধরে নিউমোনিয়া সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছিল তাঁর। গত কয়েক মাসে বেশ কয়েক বার তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। গত ১৪ ফেব্রুয়ারি শ্বাসনালির সংক্রান্ত সমস্যা অর্থাৎ ব্রঙ্কাইটিস নিয়ে জেমিলি হাসপাতালে ভর্তি করানো হয় পোপকে। সেখানে তিনি ৩৮ দিন ভর্তি ছিলেন। পোপ হওয়ার পর এই প্রথম এতটা দীর্ঘ সময় ধরে তাঁকে হাসপাতালে থাকতে হয়েছে। এদিকে এত অসুস্থতার মাঝেও গতকাল ইস্টার উপলক্ষে খ্রিস্টান ক্যাথলিক ধর্মালবলম্বীদের উদ্দেশে ইস্টারের বার্তা দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্‌স ব্যাসিলিকার ব্যালকনি থেকে নিজের বার্তা শুনিয়েছিলেন তিনি। জমায়েত হয়েছিল হাজার হাজার পুণ্যার্থী।

শোকপ্রকাশ মোদি-মমতা- অভিষেকের

পোপের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন সমাজমাধ্যমে পোপ ফ্রান্সিসের সঙ্গে পুরনো কিছু মুহূর্তের ছবি পোস্ট করে নরেন্দ্র মোদী লিখেছেন যে, “পোপ ফ্রান্সিস গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে করুণা, নম্রতা এবং আধ্যাত্মিকতার আলোকবর্তিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।” অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “পোপ ফ্রান্সিসের মৃত্যু শুধু ক্যাথলিকদের জন্যই নয়, গোটা মানবজাতির জন্য ক্ষতি। প্রয়াত পোপ তাঁর সাহস, সহনশীলতা এবং নৈতিক স্বচ্ছতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।”

আরও পড়ুনঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ৪৫০০-র বেশি শূন্যপদে নিয়োগ, সেরা সুযোগ বেকারদের জন্য

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥