বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার, শান্তির আশায় প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল ব্রিটেন। একই পথে হেঁটেছে কানাডা এবং অস্ট্রেলিয়াও। তবে এবার আসছে নতুন খবর। জানা যাচ্ছে, এই তিন দেশের পর প্যালেস্টাইনের পাশে দাঁড়াল বিশ্বকাপজয়ী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগালও। সদ্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে দিয়েছেন (Portugal Recognition To Palestine)।
শান্তির স্বার্থেই প্যালেস্টাইনের পাশে পর্তুগালও
রবিবার প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সমর্থন জানানোর পর ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এক ঘোষণায় বলেন, শান্তি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের আশায় আমরা প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করছে আমেরিকায় এবং ইজরায়েল। কিছু মুহূর্তের মধ্যেই একই সুর শোনা গেল পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর গলাতেও।
প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে গিয়ে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী পাওলো বলেন, প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া পর্তুগালের পররাষ্ট্রনীতির একটি মৌলিক, ধারাবাহিক এবং অপরিহার্য অংশ। মূলত দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং শান্তির আশায় প্যালেস্টাইনকে সমর্থন জানাচ্ছি আমরা। পর্তুগাল অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চায়। একই সাথে গাজায় জাতে হামাসের কোনও নিয়ন্ত্রণ না থাকে সেটাও স্পষ্ট করে দেন রোনাল্ডোর দেশের পররাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয়, দ্রুত সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়ার অনুরোধও জানান তিনি।
আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী গাজায় মানবিক সংকট, ধ্বংসযজ্ঞ ও ইজরায়েলের বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁর কথায়, যত দ্রুত সম্ভব গজায় ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে। প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার অর্থ এটা নয় যে, গাজার মানবিক বিপর্যয় বন্ধ হয়ে যাচ্ছে। বলা বাহুল্য, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগালের পর সবমিলিয়ে প্রায় 140টিরও বেশি দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনকে সমর্থন করেছে।
অবশ্যই পড়ুন: ‘আমাদের ২০০ করতে দেওয়া হয়নি!’ হারের পর আজব যুক্তি পাক অধিনায়ক সলমানের
প্রসঙ্গত, অন্যান্য দেশের পাশাপাশি প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পর্তুগালের যে সমর্থন, তা মাইলস্টোন হিসেবে বর্ণনা করেছেন প্যালেস্টাইনের শীর্ষ নেতারা। এমনকি দেশটির এমন সিদ্ধান্তকে কূটনৈতিক প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন প্যালেস্টাইনের নেতা মহম্মদ শটাইয়ে। যদিও ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়ার মতো পর্তুগালের পদক্ষেপ ব্যাপক সমালোচিত হয়েছে ইজরায়েলে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, প্যালেস্টাইন কখনই স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত হবে না। প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশগুলি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছেন।