বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের ক্ষমতা চলে যাবে সেনাবাহিনীর হাতে? মহম্মদ ইউনূসের বাড়বাড়ন্ত তাহলে কি অবশেষে কমতে চলেছে? বাংলাদেশে (Bangladesh) দ্রুত নির্বাচনের দাবি তুলছেন বিরোধীরা। এদিকে চিনের সাথে হাত মিলিয়ে ভারতকে ফ্যাসাদে ফেলতে চাইছেন ওপার বাংলার শান্তিতে নোবেলজয়ী। তাছাড়াও আমেরিকার সমর্থনে মিয়ানমারের সাথে একটি মানবিক করিডোর গড়ে তুলতে চাইছেন ইউনূস ও তাঁর সমর্থকরা। আর এমন আবহেই বড় ভূমিকা নিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ জামান।
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইউনূসের চিন ভক্তির মাঝে এবার রাশিয়া সফর করেছেন ওপার বাংলার সেনাপ্রধান। জানা যাচ্ছে, গত এপ্রিলে রাশিয়ায় গিয়ে সেদেশের উপ প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের সাথে কথা বলেছেন জামান। আর এর পরই ইউনূসের সিংহাসন নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকেই বলছেন, বাংলাদেশে নির্বাচনের দাবির মাঝে, এবার দেশের শাসন ব্যবস্থা কাঁধে তুলে নিতে পারে সেনাবাহিনী।
হঠাৎ কেন রাশিয়া সফর জামানের?
বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, গত 7 এপ্রিল মস্কো সফরে গিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জামান। রাশিয়ায় পৌঁছতেই পুতিনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ফোমিন ও সেনাপ্রধান ওলেগ সালিয়ুকভ এবং প্রতিরক্ষা সংস্থা রোস্টেক, রোসোবোরোনেক্সপোর্ট এবং রোসাটমের প্রতিনিধিদের সাথে দেখা করেন তিনি। বলে রাখি, ওপার বাংলার সেনাপ্রধান এমন সময়ে রাশিয়া সফর করলেন যখন বাংলাদেশের সেনাবাহিনীতে তাঁকে ক্ষমতাচ্যুত করতে উঠে পড়ে লেগেছে পাকিস্তানের দালাল তথা ওপার বাংলার বেশ কয়েকজন সেনাকর্তা।
কিন্তু প্রশ্ন থেকে যায় ঠিক কী কারণে হঠাৎ রাশিয়া সফর করলেন জামান? এ প্রসঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করতেই মস্কোতে এসেছিলেন বাংলাদেশের জামান। জানা যায়, ওপার বাংলার সেনাপ্রধানের মস্কো সফরের পরই নাকি 50 বছরের মধ্যে প্রথমবারের জন্য রাশিয়ার নৌ বাহিনীর জাহাজ বাংলাদেশে পৌঁছয়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগবৃদ্ধি ও দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর তাগিদেই মস্কো সফর করেছিলেন জামান। কেউ কেউ আবার বলছেন, ইউনূস চিন ও পাকিস্তানের কাছাকাছি ঘেঁষায় রাশিয়ার হস্তক্ষেপ দাবি করেছেন জামান।
জামানের রাশিয়া সফরে বড় ইঙ্গিত
প্রধান উপদেষ্টা ইউনূসের চিন সফর ও মিয়ানমার করিডোর নিয়ে আমেরিকার সাথে বাংলাদেশের অতিরিক্ত সখ্যতার আবহে পদ্মা পাড়ের সেনাবাহিনীর জেনারেল জামানের রাশিয়া সফর একাধিক ইঙ্গিত বহন করছে। বেশ কয়েকটি সূত্র বলছে, রাশিয়া সফরের মধ্যে দিয়ে ইউনূসকে মূলত তিনটি ইঙ্গিত দিয়েছেন জামান। যার মধ্যে প্রথমটি হল, রাশিয়া সফরের হাত ধরে জামান বোঝাতে চেয়েছেন যেকোনও সময়ে বাংলাদেশের ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে যেতে পারে।
দ্বিতীয়ত, বাংলাদেশ বর্তমানে তাদের 70 শতাংশ সামরিক সরঞ্জাম চিন থেকে কেনে, জামানের রাশিয়া সফর ইঙ্গিত দেয় যে আগামীতে বাংলাদেশ রাশিয়া থেকেও অস্ত্র কিনতে পারে। তৃতীয়ত, রাশিয়ায় যাওয়ার মাধ্যমে জামান বুঝিয়েছেন বাংলাদেশ কোনও জোটে যোগদান না করে কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে চায়।
লাভ হবে ভারতের?
ভারত ও রাশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের। আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ ও সংঘাতের মতো অস্থির পরিস্থিতির মধ্যেও ভারতের সাথে সম্পর্ক অটুট রেখেছে রাশিয়া। কাজেই প্রিয় বন্ধুর সাথে বাংলাদেশের সম্পর্ক হলে আখেরে লাভ হবে ভারতেরই। তাছাড়াও 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার সময় ভারতের পাশাপাশি রাশিয়াও নানান রকম আর্থিক সাহায্য করেছিল ওপার বাংলাকে।
অবশ্যই পড়ুন: জাতীয় দলের বড় তারকাকে দলে নিতে ঝাঁপাল মোহনবাগান
রিপোর্ট অনুযায়ী, দীর্ঘ সম্পর্কের সূত্র ধরেই বাংলাদেশের রংপুরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলেছে রাশিয়া। সেখানে ভারতের উপাদান থাকবে সেকথাও ঠিক হয়ে গিয়েছে বহু আগেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, জামানের হাত ধরে রাশিয়া যদি বাংলাদেশেরচিনের আধিপত্য কমাতে পারে সেক্ষেত্রে ভারতের থেকে বেশি উপকৃত হবে না কোনও দেশই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |