হাসিনা অতীত, এবার দেশের মহিলাদের বিরুদ্ধেই সরব বাংলাদেশ! ঢাকায় তুমুল বিক্ষোভ

Published on:

Updated on:

Protest in Bangladesh against women's property rights

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঢাকার রাজপথে ফের বিক্ষোভ মিছিল। এবার নারী অধিকারের বিপক্ষে পা বাড়ালেন বাংলাদেশের (Bangladesh) ইসলাম ধর্মালম্বীরা। সম্প্রতি, ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকারের তরফে পৈত্রিক সম্পত্তিতে মহিলাদের সমান অধিকার দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছিল। মূলত বহুগামিতা নিষিদ্ধ করার দাবি উঠতেই বিক্ষোভে পা বাড়ালেন হাজার হাজার ইসলামিক গ্রুপের সদস্য।

ভারতের আইন মানতে চায় না ইসলামিক গ্রুপ

মূলত ভারতের মতো বাংলাদেশেও সম্পত্তিতে মহিলাদের অধিকার দেওয়া হোক, এমনটাই চেয়েছিল ইউনূসের সরকার। সেই মতো বহুগামিতা নিষিদ্ধ করার পথে হাঁটতে শুরু করে প্রশাসন। আর সেই পদক্ষেপের বিরুদ্ধে গিয়েই ফের উল্টো পথে হাঁটল বাংলাদেশের অসংখ্য ইসলাম ধর্মালম্বী। শোনা যাচ্ছে, ভারতীয় নিয়ম মানতে চান না তারা। আসলে নারীদের সমান অধিকারে ঘোর আপত্তি রয়েছে ইসলামিক সংগঠনগুলির। তাদের পছন্দ বহুগামিতা।

মিছিলে পা মেলায় 20 হাজার মানুষ

সম্প্রতি বাংলাদেশে সম্পত্তিতে নারীদের অধিকার দেওয়া যাবে না, এমন দাবি নিয়েই গত শনিবার ঢাকায় বিক্ষোভ দেখান কমপক্ষে 20 হাজার ইসলাম ধর্মালম্বী। মূলত বাংলাদেশের মুসলিম সংগঠন হেফাজত-ই-ইসলামের উদ্যোগে ওপার বাংলার রাজপথে পায়ে পা মিলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন হাজার হাজার মানুষ।

সূত্রের খবর, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নারীদের সম্পত্তির উত্তরাধিকারে সমান অধিকারের যে প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবের বিরোধিতা করেই বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ওই সংগঠন। একই সাথে, বহুগামিতা নিষিদ্ধ করা ও দেশের যৌনকর্মীদের শ্রমিকের স্বীকৃতি দেওয়ার প্রস্তাবের ঘোর বিরোধিতা করে ইসলামের একনিষ্ঠ ভক্তরা প্রমাণ করেছে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা শিক্ষার আলো এখনও পৌঁছয়নি বাংলাদেশে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: কাশ্মীরে ফের ঝরল রক্ত, ৭০০ ফুট গভীর খাদে ভারতীয় সেনার ট্রাক! মৃত ৩ জওয়ান

বড় দাবি করেছেন ইসলামিক সংগঠনটির নেতা

শনিবার সম্পত্তিতে নারীদের অধিকারের বিরুদ্ধে মিছিল করে হেফাজত-ই-ইসলাম নিজেদের মুখোশ আবারও খুলে দিয়েছে। সেই সাথে ইসলামিক সংগঠনটির নেতা মামুনুল হক দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সম্পত্তিতে মহিলাদের অধিকারের যে প্রস্তাব দিয়েছে তা আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিদের ভাবাবেগে আঘাত করে।

উত্তরাধিকার নিয়ে ধর্মীয় আইন নারী-পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ, ইউনূস সরকার এমন তকমা দিয়ে তাদের অসম্মান করছে। এদিন বাংলাদেশের মহিলাদের ওপর পশ্চিমী আইন চাপানো যাবে না, পরিষ্কার শব্দে লেখা এমন প্ল্যাকার্ড নিয়েই ঢাকার রাজপথে নেমেছিল ওই ইসলামিক সংগঠন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥