প্রীতি পোদ্দার, কলম্বো: পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হানার বিরুদ্ধে রীতিমত গর্জে উঠেছে গোটা দেশ। এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে দুষছে ভারত। তার পরই, নয়াদিল্লি কড়া পদক্ষেপ হিসাবে সিন্ধু জল চুক্তি স্থগিত করার ঘোষণা করেছে। শুধু তাই নয় আটারি-ওয়াঘা সীমান্তে সমন্বিত চেক পোস্টও বন্ধ করে দেওয়া হয়। শুধু ভারত নয়, এই ঘটনায় গর্জে উঠেছে গোটা বিশ্ব। এবার শ্রীলঙ্কাতেও দেখা গেল পহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রতিবাদী চিত্র দেখা গেল।
ভারতীয় দূতাবাসে হামলা পাকিস্তানিদের
গত বুধবার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপের কারণে বৃহস্পতিবার ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে হামলা চালায় পাকিস্তানিরা। ভারতবিদ্বেষী জনতার আক্রমণ হয় দূতাবাসে, এমনকি সেখানে গেট ভাঙারও চেষ্টা করা হয়। সমস্ত ভারতীয় মালিকানাধীন বা ভারত-পরিচালিত বিমান সংস্থার জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। এবং পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে। যার দরুন গোটা পরিস্থিতি আরও ভয়ংকর আকার ধারণ করে। এই আবহে তাই শ্রীলঙ্কাতেও পাক দুতাবাসের সামনে বিক্ষোভে দেখালেন সাধারণ মানুষ।
পাক দূতাবাসের সামনে বিক্ষোভ শ্রীলঙ্কায়
সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসের সামনে জমায়েত হন কয়েকশো সাধারণ মানুষ। হাতে প্ল্যাকার্ড নিয়ে রীতিমত বিক্ষোভ দেখান তাঁরা। কাশ্মীরে এই জঙ্গি হামলায় পাকিস্তান একেবারে বিশ্বের দরবারে কোণঠাসা হয়ে পড়েছে। বিক্ষোভকারীদের একটাই দাবি, আর সেটি হল ‘সন্ত্রাসবাদী মদত দেওয়া বন্ধ হোক’। এছাড়াও শ্রীলঙ্কার সাধারণ মানুষের আরও দাবি যে, “যত দ্রুত সম্ভব, এর শাস্তি হোক, আমরা পাকিস্তানকে আর চাই না।”ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। কমেন্ট বক্সে উপচে পড়েছে নানা মন্তব্য।
Sri Lanka: Protests outside Pakistan high commission in Colombo over Pahalgam terror attack https://t.co/szYckM96ah pic.twitter.com/Klnwv5WL2l
— Sidhant Sibal (@sidhant) April 30, 2025
এদিকে এর আগে গত সপ্তাহে লন্ডনেও পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। এবং গত ২৭ এপ্রিল ওয়াশিংটনে পহেলগাঁওয়ে জঙ্গি হানার বিরুদ্ধে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। শুধু তাই নয় এত মাস পর যখন কাশ্মীর নিজের অস্তিত্ব এবং পর্যটন শিল্প বাণিজ্য পুনরায় গড়ে তুলতে পেরেছে সেই সময় এই ধরনের ঘটনায় তৃতীয় যুদ্ধের আঁচ পাচ্ছেন সকলে। ইতিমধ্যেই পহেলগাঁওয়ের ঘটনার পরে পথে নেমেছিলেন কাশ্মীরের সাধারণ মানুষ। এদিন জঙ্গি হামলার প্রতিবাদও করেছেন তাঁরা।
আরও পড়ুনঃ আটারি সীমান্তে তুলকালাম! নিজের নাগরিকদের দেশে ফেরাতে অস্বীকার পাকিস্তানের
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |