‘পাকিস্তানে ফিরে যাও’, রাষ্ট্রসংঘের সদর দপ্তরের বাইরে ইউনূসের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ!

Published on:

Protests Against Yunus Infront of UN Head office New York

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পরই বাংলাদেশের সিংহাসনে বসেই পাকিস্তানের সাথে সখ্যতা বাড়িয়েছিলেন মহম্মদ ইউনূস। এবার তা নিয়েই নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরের সামনে ওপারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভে (Protests Against Yunus) শামিল হলেন একদল প্রবাসী বাংলাদেশী। শুক্রবার, শান্তিতে নোবেল জয়ীর বিরুদ্ধে বিক্ষোভকারীদের স্লোগান ছিল,  ‘ইউনূস পাকিস্তানি। যাও, পাকিস্তানি ফিরে যাও।’

হিন্দুদের উপর হওয়া অত্যাচারের বিরোধিতা থেকেই বিক্ষোভ

ইউনূসের শাসনকালে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার বিরাট আকার নিয়েছে। এবার তা নিয়েই ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধানকে তুলোধোনা করলেন নিউইয়র্কের বাংলাদেশীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ইউনূস আসার পর থেকেই বাংলাদেশে প্রতিমুহূর্তে নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দুরা। মূলত ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচার বন্ধ করার দাবিতেই রাষ্ট্রসঙ্ঘের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন প্রবাসী বাংলাদেশীরা।

এদিন, গলায় ইউনূস বিরোধী স্লোগান এবং হাতে প্রতিবাদী ব্যানার ধরে জাতিসংঘের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়েছেন আমেরিকার প্রবাসী বাংলাদেশীরা। সূত্রের খবর, তারা খুব সম্ভবত হাসিনার সমর্থক। সংবাদ সংস্থা ANI এর মুখোমুখি হয়ে কয়েকজন বিক্ষোভকারী জানিয়েছেন, আমরা বাংলাদেশে অবৈধ ইউনূস শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছি। কারণ, গত বছর নিরাপত্তার কারণে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে যেতে হয়েছিল। এরপরই এই ইউনূস জোর করে বাংলাদেশ দখল করে। আর তারপর থেকেই ও দেশে সংখ্যালঘু, হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষরা প্রতি মুহূর্তে নির্যাতিত হচ্ছেন।

অবশ্যই পড়ুন: ষষ্ঠীর দিন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ফাইনাল, কীভাবে ফ্রিতে দেখবেন এই ম্যাচ?

বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, ইউনূস বাংলাদেশে তালিবানি শাসন কায়েম করতে চাইছেন। সে দেশে আর কোনও আইন কানুন থাকবে না। গোটা বাংলাদেশজুড়ে অরাজকতা চলছে। হিন্দুরা প্রতিদিন মার খাচ্ছে! তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ এসে হিন্দু সংখ্যালঘুদের জমি জায়গা জবরদখল করে নিচ্ছেন। এসব বন্ধ হওয়া দরকার। তাই আজ আমরা রাষ্ট্রসঙ্ঘের সামনে পাপিষ্ট ইউনূসের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে নেমেছি। দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচার বন্ধ করে, সুশাসন ফিরিয়ে আনা হোক। বাংলাদেশীরা না যেন ইসলামী সন্ত্রাসবাদকে এক কথায় না বলেন।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥