বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক বছরগুলির সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের সাক্ষী থাকছে মরক্কো (Protests In Morocco)। দেশটিতে গত শনিবার থেকে শুরু হওয়া GenZ-দের বিক্ষোভ ভয়াবহ আকার নিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সরকারবিরোধী আন্দোলনের ডাক দিয়েছিল যুবসমাজ ভিত্তিক সংগঠন জেন জি 212।
রিপোর্ট অনুযায়ী, সরকারের নানান সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ চলাকালীন 160টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 263 জন পুলিশ কর্মী। আপাতত যা খবর, সরকারবিরোধী আন্দোলন ভয়ঙ্কর রূপ নেওয়ায় এখনও পর্যন্ত 400 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ঠিক কারণে সরকারের বিরুদ্ধে পথে নামলেন মরক্কোর বাসিন্দারা?
400 জনের গ্রেফতারি নিশ্চিত করেছে মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মরক্কোর রাজপথে সরকার বিরোধী আন্দোলনের মাঝেই অন্তত 400 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।। ইতিমধ্যেই সেই খবর নিশ্চিত করেছে মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ‘জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে মরক্কোজুড়ে বিক্ষোভ চলাকালীন 400 জনেরও বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।’ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মরক্কোজুড়ে যে বিক্ষোভ দানা বেঁধেছে তার নেপথ্য শক্তি আসলে জেন জি 212।
অবশ্যই পড়ুন: এশিয়া কাপে তাণ্ডব চালিয়ে নতুন বিশ্ব রেকর্ড অভিষেক শর্মার ঝুলিতে
ঠিক কোন কারণে বিক্ষোভ?
আন্দোলনকারীদের বক্তব্য, মরক্কোর সরকার 2030 ফিফা বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বরাদ্দ করেছে। এদিকে দেশের স্কুল এবং হাসপাতালের তহবিলে ব্যাপক ঘাটতি। দেশের অবকাঠামোর অবনতি একেবারে প্রকট হয়ে উঠেছে। এ প্রসঙ্গে এক বিক্ষোভকারী জানান, ‘পর্তুগাল এবং স্পেনের সাথেই যৌথভাবে 2030 ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে মরক্কো। চলতি বছরের আফ্রিকা কাপ অব নেশনসও এখানেই আয়োজিত হবে। সেজন্য নতুন তিনটি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এছাড়া অন্যান্য সংস্কার ও সম্প্রসারণ মিলিয়ে মোটা টাকা ব্যয় হচ্ছে ক্রীড়া খাতে। এদিকে স্বাস্থ্য ও শিক্ষার মতো খাত অবহেলিত। সরকার ভুল বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে।’
BREAKING:
Several young people shot and killed in Morocco as the Gen Z protests have now spread from Nepal, Kenya and Madagascar to the North African country.
This is the 4th consecutive day of riots in several Moroccan cities 🇲🇦 pic.twitter.com/cSc6zAN2Tb
— Visegrád 24 (@visegrad24) October 2, 2025
কাসাব্লাঙ্কার এক তরুণ আন্দোলনকারী বলেন, ‘ আমি শুধু স্বাস্থ্য এবং শিক্ষায় সংস্কার চাই না। সেই সাথে ভাল বেতনের চাকরি, স্বল্প দামে পণ্য এবং উন্নত জীবন চাই।’ কাজেই বলা যায়, মরক্কোয় বিক্ষোভের কারণ শুধুই স্বাস্থ্য খাতে সংস্কার নয়, এর সাথে শিক্ষা, কর্মসংস্থান, পণ্যের খরচ সহ একাধিক পুরনো সমস্যা জড়িত। তাছাড়াও বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগও তুলছে। সব মিলিয়ে, সরকারের বিভিন্ন অনৈতিক সিদ্ধান্তগুলিকে সামনে রেখেই মরক্কোর রাজপথে প্রতিবাদ জানাচ্ছে দেশের তরুণ প্রজন্ম।