বাংলাদেশ বিমান দুর্ঘটনায় নিজের জীবন দিয়ে ২০ পড়ুয়াকে বাঁচান! চিনে নিন মেহেরীন চৌধুরীকে

Published on:

real identity of Mehreen Chowdhury, who died saving the lives of 20 students in the Bangladesh plane crash

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার দুপুরে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভেঙে পড়ে বাংলাদেশ বায়ুসেনার F-7 প্রশিক্ষণ বিমান। সেই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 27 জনের। তাঁদের মধ্যে 25 জনই শিশু বলেই জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

একই সাথে আহত হয়েছেন 170 জনেরও বেশি! তবে সেই দুর্ঘটনার মধ্যে থেকে নিজের জীবনকে উৎসর্গ করে 20 জন শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়েছিলেন মাইলস্টোন কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরী। তবে স্কুলের শিক্ষার্থীদের প্রাণে বাঁচালেও নিজের জীবন হেলায় হারিয়েছেন তিনি! ইতিমধ্যেই স্ত্রীয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর আসল পরিচয় সামনে এনেছেন স্বামী মনসুর হেলাল।

প্রকাশ্যে মেহেরীন চৌধুরীর আসল পরিচয়

সোমবার, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিস্ফোরণের পর 20 জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিলেন মেহেরীন। সেই খবর নিশ্চিত করে এবার স্ত্রীয়ের আসল পরিচয় প্রসঙ্গে মুখ খুললেন স্বামী মনসুর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সদ্য নিজের স্ত্রীয়ের মৃত্যু সংবাদ জানাতে গিয়ে তিনি বলেন, মঙ্গলবার ভোরে মেহেরীন চৌধুরীর মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। আসলে স্ত্রী মেহেরীন বাংলাদেশের অষ্টম প্রেসিডেন্ট (প্রাক্তন) জিয়াউর রহমানের নিজের খালাতো ভাই মহিতুর রহমানের মেয়ে। সম্পর্কে জিয়াউরের নিজের ভাইজি মেহেরীন।

এ কথা জানিয়েই, মনসুর নিশ্চিত করেন, তাঁর বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বেগলাগারী গ্রামের চৌধুরী পাড়ায়। মঙ্গলবার নিজস্ব ভিটের পার্শ্ববর্তী অঞ্চলে অর্থাৎ পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হবে বলেও নিশ্চিত করেন মনসুর। তবে শুধু স্বামী মনসুর নন, 20 জন শিক্ষার্থীকে নতুন জীবনদায়ীনি মেহেরীনের পরিচয় সমাজ মাধ্যমের পৃষ্ঠায় তুলে ধরেছেন তাঁর আত্মীয় স্বজনরাও।

 

নিজের জীবন তুচ্ছ করে ২০ শিক্ষার্থীকে উদ্ধার করা মাইলস্টোন কলেজে শিক্ষক মেহেরীন চৌধুরী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি

Posted by BanglaVision on Monday, July 21, 2025

অবশ্যই পড়ুন: ২৪ ঘন্টায় প্রাণহানী ১৩৪ জনের! ইজরায়েলি হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা ছাড়াল ৫৯ হাজার

বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, মেহেরীনের আত্মীয়স্বজনরা নাকি সমাজ মাধ্যমে তুলে ধরেছেন যে, তিনি কখনই নিজের রাজনৈতিক পরিচয় দিতেন না। তাঁর পরিচিতরা এও জানায়, বিএনপি চেয়ারপারসন অসুস্থ হলে নিজে হাতে খাবার তৈরি করে তাঁর কাছে নিয়ে যেতেন এই মেহেরীন। যা করার ক্ষমতা ছিল না বাংলাদেশ ন্যাশনাল পার্টির বহু বাঘা বাঘা নেতার। তবে সাধারণত রাজনৈতিক পরিচয় লুকিয়ে মাইলস্টোন কলেজের শিক্ষিকা হিসেবেই নিজেকে মেলে ধরেছিলেন মেহেরীন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group