বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের (Bangladesh) পররাষ্ট্র সচিবের পদে আর থাকছেন না জসীমউদ্দিন। ওপার বাংলার বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, খুব শীঘ্রই পররাষ্ট্র সচিব পদ থেকে সরে দাঁড়াবেন জসীমউদ্দিন।
কিন্তু কেন? হঠাৎ কী এমন হল বাংলাদেশের রাজনীতিতে? বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরোধিতা করেছিলেন এই জসীমউদ্দিন। আর সেই কারণেই মূলত তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও, বুধবার ওপার বাংলার পররাষ্ট্র উপদেষ্টা ভিন্ন সুর গাইলেন।
ইউনূসের বিরোধিতা করেই পদ হারাচ্ছেন জসীমউদ্দিন?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বিগত বেশ কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টা ইউনূস ও তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দ্বারা প্রণীত এবং জাতিসংঘের সমর্থনে রোহিঙ্গা শরণার্থীদের জন্য যে মানবিক এবং নিরাপদ অঞ্চলের উদ্যোগ নেওয়া হয়েছিল তারই বিরোধিতা করেছিলেন জসীমউদ্দিন। সূত্র বলছে, তাঁর ব্যক্তিগত মতামত বাংলাদেশের সেনাবাহিনীর একাধিক কর্মকর্তার সাথে মিলে যায়।
জসীমের দাবি ছিল, মানবিক করিডোর বাংলাদেশের কৌশলগত সুবিধা ও সার্বভৌমত্বকে বিঘ্নিত করতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আশঙ্কা করেছিলেন, ইউনূস সরকারের এমন পদক্ষেপের কারণে আগামী দিনে সীমান্ত এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ বাড়তে পারে এবং মানবিক করিডোর ও প্রত্যাবাসনের ফলে শরণার্থীদের ভিড় দেখা দিতে পারে। মনে করা হচ্ছে, ইউনূসের পথে কাঁটা হওয়ায় এবার তাঁকে ছাঁটাই করছে অন্তর্বর্তীকালীন সরকার!
বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় মোড়
মূলত ইউনূসের বিরোধিতা করাতেই জসীমউদ্দিনের অপসারণ, এমনটাই ধরে নিয়েছিলেন অনেকেই। এমতবস্থায় বুধবার হঠাৎ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ের সময়, ও দেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন নিজেই এই অবস্থান থেকে সরে যেতে চান।
তার দায়িত্ব পরিবর্তন হবে। আগামী দু-একদিনের মধ্যেই উনি এই দায়িত্ব থেকে বেরিয়ে যাবেন। সূত্রের খবর, জসীমউদ্দিনের পদ ছাড়ার পর প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক সহকারী শফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলেই খবর।
অবশ্যই পড়ুন: স্বপ্ন শেষ! বড় ঝটকা খেল ইস্টবেঙ্গল
প্রসঙ্গত, গত বছরের 8 আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সিংহাসনে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তথা শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূস। ওপার বাংলায় নতুন সরকার গঠনের মাস খানেকের মধ্যেই তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে সরিয়ে সেই সময়ে চিনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত জসীমউদ্দিনকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দিয়েছিল ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এবার তাঁর পদ খোয়ানো নিয়েই ওপার বাংলায় বইছে বিতর্কের জল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |