পাক অধিকৃত কাশ্মীরে হাওয়া বদল! পাকিস্তানের বিরুদ্ধে পথে POK বাসিন্দারা, তুমুল বিক্ষোভ

Published on:

Residents of Pakistan occupied Kashmir take to the streets to protest against the Pakistani government

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাক অধিকৃত কাশ্মীরে (Pakistan Occupied Kashmir) বদলের হাওয়া। ভারতের অপারেশন সিঁদুরের পর এবার একে একে পাকিস্তান সরকারকে নিশানায় এনে পথে নামছেন ইসলামাবাদ অধিকৃত ভূখণ্ডের বাসিন্দারা। জানা যাচ্ছে, পাক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে পা বাড়িয়েছেন POK-র বহু সাধারণ মানুষ। তাঁদের আর আস্থা নেই শেহবাজ সরকারে!

পাক সরকারের বিরুদ্ধে চলছে বিরাট অবরোধ

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে যা খবর, পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বাল্টিস্তানের চিনগামী কারাকোরাম হাইওয়ে অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। জানা গিয়েছে, অন্তত তিন দিন ধরে চলছে এই অবরোধ।

সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের এমন অবরোধের পর শরীফ সরকারের এক নেতা মুখ ফসকে বলে বসেছেন, সরকার জঙ্গি সংগঠনগুলিকে ক্ষতিপূরণ দিচ্ছে, কিন্তু ব্যবসায়ীদের সাহায্য করছে না একদমই।

কোন কারণে প্রতিবাদে পথে নেমেছে POK বাসিন্দারা?

আপাতত যা খবর, শেহবাজ শরীফ সরকারের তৈরি একাধিক বাণিজ্য নীতি ও সংশোধনের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ব্যবসায়ীরা। পাক সরকারের নানা নীতির চাপে পড়ে পেটের ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছেন বহু মানুষ।

অবশ্যই পড়ুন: জোকা-মাঝেরহাট মেট্রো নিয়ে খারাপ খবর! ভুগতে হবে যাত্রীদের

খোঁজ নিয়ে জানা গেল, মূলত পাক সরকারের বিভিন্ন বাণিজ্য নীতি ও কড়া বিধি নিষেধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিক্ষোভে পা বাড়িয়েছেন পাক অধিকৃত কাশ্মীরের বহু সাধারণ মানুষ। এ প্রসঙ্গে পাকিস্তানের এক জনপ্রিয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বছরের পর বছর ধরে পাক সরকারের নানান সুবিধা থেকে বঞ্চিত হতে হতে এবার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে POK বাসিন্দাদের। তাই শেষ পর্যন্ত শরীফ সরকারের শরিফ সাজা বন্ধ করতে পায়ে পায়ে পাকিস্তান বিরোধী বিক্ষোভ চালাচ্ছেন ইসলামাবাদ অধ্যুষিত ভূখণ্ডের মানুষজন।

সঙ্গে থাকুন ➥