নাক খুঁটে লাগিয়েছিল ইলন মাস্ক পুত্র! দেখেই ১৪৫ বছরের ঐতিহাসিক টেবিল পাল্টে দিলেন ট্রাম্প

Published on:

Resolute Desk removed on Donald Trump's orders

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নাক খুঁটে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ওভাল অফিসের ঐতিহ্যবাহী রেজোলিউট ডেস্কের এক কোণায় মুছে দিয়েছিল শুভাকাঙ্ক্ষী ইলন মাস্কের খুদে এক্স (মাস্কের ছোট ছেলে)! আর তাতেই নাকি চটে গিয়েছেন সদ্য আমেরিকার মসনদে বসা ডোনাল্ড ট্রাম্প! সূত্রের খবর, ধনকুবের ইলন মাস্কের ছোট্ট ছেলে এক্স আনমনে এই কাণ্ড ঘটাতেই ওভাল অফিসের 145 বছরের পুরনো টেবিল সরিয়ে ফেললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ট্রাম্পের নির্দেশে সরানো হলো ঐতিহাসিক টেবিল?

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছিলেন মাস্ক। তবে এদিন তিনি একা নন, দেশের দ্বিতীয়বারের প্রেসিডেন্টকে দেখতে বাবার সাথেই হোয়াইট হাউসে উপস্থিত হয়েছিল ছোট্ট ছেলে এক্সও। সোশ্যাল মিডিয়ার দৌলতে ট্রাম্পের সাথে ইলন মাস্কের ছেলে এক্সকেও নানান খুনসুটির মুহূর্ত কাটাতে দেখা গিয়েছিল।

জানা যায়, সেদিন শুভাকাঙ্ক্ষীর ছেলে এক্সকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। এক্সকে দেখিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, এর নাম এক্স, এ এক দুরন্ত ছেলে। ওর আইকিউ লেভেল দারুণ। সূত্রের খবর, ট্রাম্প আঙ্কেলের মুখে প্রশংসা শুনতে শুনতেই নাকি বারবার নাক টানছিল এক্স।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এরপরই সমাজ মাধ্যমের দৌলতে মাস্ক পুত্রের নাকে আঙুল দেওয়ার একটি ছবি সামনে আসে। কাকতালীয়ভাবে এই ঘটনার পরই আচমকা ওভাল অফিসের ডেস্ক বদলে ফেলার নির্দেশ দেন ট্রাম্প। কাজেই ট্রাম্পের নির্দেশের পরই এক্সকে নিয়ে অঙ্ক মিলিয়ে ফেলেছেন নেট পাড়ার বাসিন্দার।

ঐতিহ্যবাহী রেজোলিউট ডেস্কের ইতিহাস

বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, 1880-র দশকে মহারানি ভিক্টোরিয়া বন্ধুত্ব ও সৌহার্দের প্রতিক হিসেবে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হায়েসকে এই বিশেষ টেবিল উপহার দিয়েছিলেন। এরপর থেকে বছরের পর বছর ধরে হোয়াইট হাউসে এই ডেক্সের জায়গা বদল হয়নি। হোয়াইট হাউসের একটি সূত্র বলছে, 1964 সালের আগে পর্যন্ত প্রায় প্রত্যেক প্রেসিডেন্টই এই ডেস্ক ব্যবহার করতেন। তবে 1964 সাল থেকে 1977 পর্যন্ত এই ডেস্কের ব্যবহার হয়নি।

অবশ্যই পড়ুন: মেট্রো অতীত, এবার কলকাতায় গঙ্গার নিচে দিয়ে ছুটবে বাস-ট্রাক! তৈরী নকশা

কিন্তু পরবর্তীতে এই ডেস্কের ব্যবহার হতো। জানা গিয়েছে, 1961 সাল নাগাদ ওভার অফিসে এই ডেস্ক আনা হয় তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডির অনুরোধে। মাঝে বেশ কিছুটা সময় এর ব্যবহার বন্ধ থাকলেও পরবর্তীতে তা পুরোদমে চালু হয়েছিল। তবে অবশেষ 2025 বর্ষে পা দিতেই ট্রাম্পের নির্দেশে তা সরাতে হলো কর্তৃপক্ষকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group